php glass

ডেমরায় ২ শিশু খুনের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: প্রতীকী

walton

ঢাকা: রাজধানীর ডেমরার কোনাপাড়ায় শিশু ফারিয়া ও নুসরাতকে খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নিহত নিসরাতের বাবা পলাশ হাওলাদার বাদী হয়ে ডেমরা থানায় মামলাটি দায়ের করেন। 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বাংলানিউজকে বলেন, নিহত নুসরাতের বাবা পলাশ বাদী হয়ে গোলাম মোস্তফা ও আজিজুল নামে দু’জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন। 

অভিযুক্তদের কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে, দুপুরে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ওই দুই শিশুর মরদেহের ময়নাতদন্ত করা হয়।

ওসি সিদ্দিকুর বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহত নুসরাতের কপাল এবং বাম চোখ ও নাকের উপরে কালো দাগ আছে। আর ফারিয়ার গলার ডান পাশের সামনের দিকে কালচে দাগ রয়েছে। আমাদের ধারণা, ওই দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এর আগে সোমবার (৭ জানুয়ারি) রাতে ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডের নাসিমা ভিলার নিচতলার একটি কক্ষ থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
পিএম/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন: মামলা
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও হেলপার নিহত  
দীর্ঘ সময় বসে কাজ করার ক্ষতিগুলো এড়াবেন যেভাবে
পরাজয় দিয়ে শুরু আর্জেন্টিনার কোপা মিশন  
পাটগ্রামে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সংস্কৃতিবান মানুষ মানবিক হয় : সংস্কৃতি প্রতিমন্ত্রী


হবিগঞ্জে পাওয়া গেলো দু’টি গন্ধগোকুলের বাচ্চা  
দুর্বৃত্তদের হামলায় আহত কণ্ঠশিল্পী অভি এখনো আইসিইউতে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশই ফেভারিট: তামিম
এই বাজেট লুটপাটের ধারাকে শক্তিশালী করবে: জোনায়েদ সাকি
কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত ১