ছবি: প্রতীকী
ঝিনাইদহ: ঝিনাইদহে যৌতুক না দেওয়ায় নির্যাতনে স্ত্রী হত্যা মামলায় স্বামী আনিচুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার তালিয়ান গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় স্ত্রী হত্যা মামলার আসামি আনিচুর রহমান উপজেলার তালিয়ান গ্রামে অবস্থান করছেন। পরে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) কালীগঞ্জ উপজেলার বড়ডাউটি গ্রামের আনিচুর রহমান তার স্ত্রী শিউলি খাতুনকে বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনে না দেওয়ায় বেদম মারপিট করে। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সোমবার (৭ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দুই জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে নিহত শিউলির স্বামী আনিচুরকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
জিপি