অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই। ছবি: বাংলানিউজ
নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর-রংপুর মহাসড়কের আদানী মোড় এলাকায় আগুন লেগে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ওই এলাকার মিজানুর রহমানের প্লাস্টিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।
সৈয়দপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে প্লাস্টিকের দোকান, হোমিও ওষুধ, মোবাইল সার্ভিসিং ও মুদি দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এসআরএস