php glass

সড়কে ঝাড়ু দিলেন মেয়র লিটন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝাড়ু দিয়ে সড়ক পরিষ্কার করেন মেয়র খায়রুজ্জামান লিটন। ছবি: বাংলানিউজ

walton

রাজশাহী: রাজশাহী মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডাস্টবিন বিতরণের উদ্বোধন করেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে এ কার্যক্রম উদ্বোধনের পর ঝাড়ু দিয়ে সড়ক পরিষ্কার করেন মেয়র খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের উদ্যোগে মহানগরীর সাহেব বাজার বড় সমজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।ময়লা তুলছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি: বাংলানিউজরাজশাহী সিটি মেয়র মেয়র খায়রুজ্জামান লিটন কার্যক্রমের উদ্বোধন করেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সড়কে ঝাড়ু দেন এবং ময়লা ভ্যান গাড়িতে তোলেন।

এর আগে মেয়র খায়রুজ্জামান লিটনসহ তিন প্যানেল মেয়র ও কাউন্সিলররা মহানগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে থেকে আরডিএ মার্কেটের পর্যন্ত সড়ক ঝাড়ু দেন। এরপর সেখানে ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে ১০জন ব্যবসায়ীকে ডাস্টবিন দেওয়া হয়। প্রথমধাপে আগামীতে মহানগরীর প্রায় ১২ হাজার ব্যবসায়ীকে ডাস্টবিন দেওয়া হবে বলেও এ সময় জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘এই মহানগরীর আপনার, আমার, আমাদের সবার। একে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বও আমাদের। পরিষ্কার-পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ বলা হয়। আসুন, আমরা সবাই মিলে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা নিরসল পরিশ্রম করে নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করবে। আপনারা সবাই একাজে সহযোগিতা করুন। আপানাদের সহযোগিতা ছাড়া এ কাজ করা সম্ভব হবে না।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাসিকের পরিচ্ছন্ন বিভাগের প্রধান কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, পরিচালক আতিকুর রহমান, সহ-সভাপতি মাসুদুর রহমান রিংকু, দোকান মালিক সমিতি সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এসএস/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন: রাজশাহী মেয়র
অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের দাবি
ইকোনমিক জোন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
রামগড়ে মৈত্রীসেতু ও বন্দর চালু হলে বাণিজ্য সুবিধা বাড়বে
এটা মোটেও যুদ্ধ নয়, শুধুই একটা ম্যাচ: কোহলি
হলমার্কের জেসমিনের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ


পপুলার ডায়াগনষ্টিক সেন্টার লিমিটেডে চাকরি
প্রস্তাবিত বাজেটে জনকল্যাণের কিছু নেই: মান্না
এখনকার সন্তানেরা ছোট থাকতেই বাবার দায়িত্বটা বোঝে
ওমান সাগরে জাহাজে হামলা: ইরানকে দুষছে সৌদিও
৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড