php glass

নাটোর শহরের দুইটি প্রবেশ পথে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর শহরের দুই প্রবেশ পথে বঙ্গবন্ধুর দু’টি ম্যুরাল স্থাপন। ছবি: বাংলানিউজ

walton

নাটোর: নাটোর শহরের দুই প্রবেশ পথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দু’টি ম্যুরাল স্থাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১০ জুলাই) বেলা ১১টায় এ ম্যুরাল দু’টির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।

উদ্বোধনী অনুষ্ঠানে শিমুল বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে তার নাম মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু এদেশের মানুষ স্বাধীনতার মহান এই স্থপতিকে হৃদয়ে ধারণ করেছিল। আর তাই এদেশসহ সারা বিশ্বে বঙ্গবন্ধু সমাদৃত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ও সহকারী প্রকৗশলী শাহ মো. আসিফ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী।

নাটোর শহরের প্রবেশ পথ উত্তরা গণভবন ও নাটোর-বগুড়া মহাসড়কের সংযোগস্থলে একটি এবং শহরের বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে বঙ্গবন্ধুর আরও একটি ম্যুরাল নির্মাণ করা হয়েছে। নাটোর জেলা পরিষদের উদ্যাগে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ প্রকল্পের আওতায় মোট ২৮ লাখ টাকা ব্যয়ে ম্যুরাল দু’টির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

নাটোর জেলা পরিষদের সহকারী প্রকৗশলী শাহ মো. আসিফ বাংলানিউজকে জানান, পাঁচ ফুট প্রস্থ ও ছয় ফুট উচ্চতায় ম্যুরাল দু’টি ১৭ ফুট দৈর্ঘ্যের ১৬ ফুট উচ্চতার নৌকায় স্থাপন করা হয়েছে। নাটোর-বগুড়া মহাসড়কের প্রবেশদ্বারের ম্যুরালটিতে ভূমি উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের কাজও করা হয়েছে। 

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন: বঙ্গবন্ধু
পাটগ্রামে বিদ্যুতের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সংস্কৃতিবান মানুষ মানবিক হয় : সংস্কৃতি প্রতিমন্ত্রী
হবিগঞ্জে পাওয়া গেলো দু’টি গন্ধগোকুলের বাচ্চা  
দুর্বৃত্তদের হামলায় আহত কণ্ঠশিল্পী অভি এখনো আইসিইউতে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশই ফেভারিট: তামিম


এই বাজেট লুটপাটের ধারাকে শক্তিশালী করবে: জোনায়েদ সাকি
কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত ১
দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ সেরা ইমরান তাহির
চকরিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
মহম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ