নিহত রাজিনের পরিবারের আহাজারি
খুলনা: খুলনায় ফাহমিদ তানভীর রাজিন (১২) নামে এক স্কুলছাত্র দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে মহানগরীর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। রাজিন ওই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র ও মহানগরীর বয়রাস্থ পালপাড়ার শেখ জাহাঙ্গীর আলমের ছেলে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, খুলনা পাবলিক কলেজের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রাক্তন ছাত্রদের পূনর্মিলনী-২০১৮ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন শনিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কয়েকজন দুর্বৃত্ত রাজিনের বুকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টায় দায়িত্বরত চিকিৎসক রাজিনকে মৃত ঘোষণা করেন।
মরদেহ খুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এমআরএম/এসআরএস