php glass

নড়িয়ায় ডেপুটি স্পিকারের স্ত্রী’র এনজিওতে আগুন, গুরুতর আহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

জেলার নড়িয়ায় ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর স্ত্রী বেগম মাজেদা শওকত আলীর এনজিও নড়িয়া উন্নয়ন সমিতির (নুসা) প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লেগে সাজ্জাদ হোসেন সাজু নামে একজন গুরুতর আহত হয়েছেন।

শরীয়তপুর: জেলার নড়িয়ায় ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর স্ত্রী বেগম মাজেদা শওকত আলীর এনজিও নড়িয়া উন্নয়ন সমিতির (নুসা) প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লেগে সাজ্জাদ হোসেন সাজু নামে একজন গুরুতর আহত হয়েছেন।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় নড়িয়া উন্নয়ন সমিতির অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।

জানা যায়, অফিসের ভেতরে ঘুমানো কর্মচারীরা রাত দেড়টার দিকে পোড়া গন্ধ পেয়ে জেগে ওঠে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় নুসার সুপারভাইজার সাজ্জাদ হোসেন আগুনের ভেতর ঢুকে গুরুত্বপূর্ণ নথিপত্র বের করার চেষ্টা করলে তার গায়ে আগুন ধরে যায়।

আহত অবস্থায় সাজুকে উদ্ধার করে প্রথমে নড়িয়া মূলফৎগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়।

এলাকাবাসী ও দমকল কর্মীরা দীর্ঘ এক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

নুসার প্রধান নিরীক্ষক আমিনুল হক মিন্টু বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে তাৎণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
 
নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘ঘটনাটি নাশকতামূলক কিনা তদন্ত করে দেখা হচ্ছে।’

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

কোম্পানীগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিগন্যাল না দেখার অজুহাত তূর্ণার সহকারী চালকের
কুবিতে ভর্তির সাক্ষাৎকার শুরু ২৪ নভেম্বর
গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন মদ্রিচ
শীত আসছে ড্রাই শ্যাম্পুর রেসিপিটা মনে আছে তো!


১০ বছরে ২ হাজার রেল দুর্ঘটনা, মৃত্যু ২৬৩ জনের   
নির্বাচনের আগে পরপর ২ বার সাইবার হামলায় লেবার পার্টি
১৬ জন নিহত হওয়ার ঘটনায় অপমৃত্যু মামলা
সঙ্গীর জন্য ২ পেঙ্গুইনের মারামারি
মহানবী (সা.)-এর প্রিয় ফল জয়তুন