ভোলা: ভোলা শহরের মহাজন পট্টিতে বুধবার পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী জামাল উদ্দিন খানের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ সময় হামলাকারীরা তাকে পিটিয়ে গুরুতর জখম করে ১ লাখ টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলমগীর নামে একজনকে আটক করেছে পুলিশ ।
আহত জামালকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিক দলের নেতা জামাল বাংলানিউজকে জানান, বিকেল পৌনে ৩টার দিকে আলমগীর, জসিম ও সাহাবুদ্দিনসহ আরও ১০ থকে ১২ জন লোক তার ওপর অতর্কিত হামলা চালায়।
ভোলা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বাংলানিউজক জানান, প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে আটক আলমীর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তার সঙ্গে আমার টাকা-পয়সার লেনদেন ছিল। ’
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ১০. ২০১১