চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে জ্বালানি তেলবোঝাই জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌ-বাণিজ্য অধিদপ্তর।
চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে জ্বালানি তেলবোঝাই জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌ-বাণিজ্য অধিদপ্তর।
অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার সিরাজুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটির অপর সদস্য হলেন- চট্টগ্রাম বন্দরের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন রহমত উল্লাহ।
তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে শনিবার রাতে ‘ওটি মুন’ নামে ১৬০ মেট্রিকটন জ্বালানি তেলবোঝাই একটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ পাঁচ নম্বর ডলফিন জেটিতে ডুবে যায়।
ডুবে যাওয়ার পর জাহাজটি থেকে কর্ণফুলী নদীতে তেল ছড়িয়ে পড়েছে। এতে নদীতে ব্যাপক মাত্রায় দূষণের আশংকা করা হচ্ছে।
জাহাজটি জনৈক মো. সিরাজউদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান ইষ্টার্ণ বাংকার সার্ভিসের বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
জাহাজটি উদ্ধারের জন্য মালিকপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুন ০৫, ২০১১