ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে রিক্স যোগে ভোটারদের কেন্দ্রে আনার অভিযোগে ২ ইউপি সদস্যকে জরিমানা করেছে ভ্রামমাণ আদালত।
ভোলা: ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে রিক্স যোগে ভোটারদের কেন্দ্রে আনার অভিযোগে ২ ইউপি সদস্যকে জরিমানা করেছে ভ্রামমাণ আদালত।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক রায় এ জরিমানা আদায় করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে জানান, ভোট চলাকালীন সময়ে সাধারণ ভোটারদের রিক্সা যোগে কেন্দ্রে আনার অভিযোগে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড মেম্বার প্রার্থী মোতাহারকে ৪হাজার ৫শ’ টাকা ও ২নম্বর ওয়াডের্র মেম্বার প্রার্থী মোবারককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০৫, ২০১১