জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মূল ফটকে (ডেইরি গেট) দোকান ভাঙচুর করার দায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া ও আসাদকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মূল ফটকে (ডেইরি গেট) দোকান ভাঙচুর করার দায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া ও আসাদকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
রোববার সকাল পৌনে বারটার দিকে ছাত্রদলের প্রায় ৫/৬ জন নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশে দোকান ভাঙচুর করায় মালিকরা তাদের ধাওয়া করে বিশ্ববিদ্যালয়ের সামনে ডেইরি ফার্ম-এ গিয়ে আটক করে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়াকে মারধর করে তাকেসহ আসাদকে পুলিশের হতে তুলে দেয়।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ মো: সিরাজুল ইসলাম বলেন, দোকান ভাঙচুর করায় দোকান মালিকরা তাদের আটক করে আমাদের খবর দেয়।
আমরা সেখানে গেলে তারা ঐ দ্ইু ছেলেকে আমাদের হাতে তুলে দেয়।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘন্টা, জুন ০৫, ২০১১