php glass

বড়লেখায় ৬ ইউপিতে আ’লীগ ৩টিতে বিএনপি সমর্থিতরা বিজয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শনিবার অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারী ফলাফল পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে রির্টানিং অফিসার ও বড়লেখা উপজেলা মৎস কর্মকর্তা আজিবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শনিবার অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারী ফলাফল পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে রির্টানিং অফিসার ও বড়লেখা উপজেলা মৎস কর্মকর্তা আজিবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুয়ায়ী ১নং বর্নি ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী জয়নাল আবেদিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এনাম উদ্দীন (আ’লীগ সমর্থিত)।

২ নং দাসেরবাজার ইউনিয়নে নির্বাচিত হয়েছেন মাহতাব উদ্দীন (আ’লীগ সমর্থিত), নিকটতম প্রার্থী বিএনপি সমর্থিত মাহবুব আলম।

৩নং নিজবাহাদুরপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত আলাল উদ্দীন, নিকটতম নূরুল ইসলাম তোতা মিয়া (আ’লীগ)।

৪নং উত্তরশাহবাজপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত আকবর আলী,  নিকটতম আহমদ জুবায়ের লিটন (আ’লীগ)।

৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ’লীগ সমর্থিত নাহিদ আহমদ বাবলু, নিকটতমও ছিলেন আ’লীগ অপর প্রার্থী আব্দুল লতিফ ।

৬নং বড়লেখা সদর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আ’লীগ সমর্থিত প্রার্থী শোয়েব আহমদ, নিকটতম বিএনপি নেতা জাহিদুল ইসলাম মামুন।

৭নং তালিমপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ’লীগ নেতা সুনাম উদ্দীন সুনাই। নিকটতম অপর আ’লীগ নেতা এখলাছুর রহমান।

৮নং দক্ষিনভাগ (উত্তর) ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ’লীগ নেতা নজরুল ইসলাম, নিকটতম অপর আ’লীগ নেতা এনাম উদ্দীন।

৯নং সুজানগর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা নকীব উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আ’লীগ নেতা সৈয়দ মহসীন আলী।

১০ নং দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ’লীগ নেতা আজির উদ্দীন। তার নিকটতম ছিলেন আ’লীগ নেতা গিয়াস উদ্দীন আহমদ।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ০৫ জুন, ২০১১

বনানী থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
স্বর্ণ জয়ের পথটা সহজ ছিল না: আফিফ
চলে গেলেন রক্সিট তারকা মেরি ফ্রেড্রিকসন
সিআইইউতে ‘আউটকাম বেসড অ্যাডুকেশন’ শীর্ষক কর্মশালা
বিজয়ের মাসে দৃশ্যমান হলো পদ্মাসেতুর ২৭০০ মিটার


বিশ্বমঞ্চে ধুতি-শাড়ি পরে নোবেল গ্রহণ অভিজিৎ-এস্থার দম্পতির
পোশাকশ্রমিকদের উন্নয়নে ইউনিলিভার বাংলাদেশ-বিজিএমইএ চুক্তি
উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
'খালেদাকে মুক্তি না দিলে সরকার পতনের কাউন্টডাউন'
প্রথা ভেঙে বাঙালি পোশাকে নোবেল মঞ্চে অভিজিৎ-এস্থার দম্পতি