php glass

বিএনপি নেতা রাজনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম খান রাজনের ওপর হামলার প্রতিবাদে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

ঢাকা: বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম খান রাজনের ওপর হামলার প্রতিবাদে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

কর্মসূচিতে সংগঠনের নেতারা অভিযোগ করেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবর রহমান সরোয়ারের ক্যাডার বাহিনী রাজনের ওপর এই হামলা করেছে।

বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসচিতে উপস্থিত ছিলেন জিয়া সেনা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনজুর হোসেন, সহ-সভাপতি এ কে এম নূরুল ইসলাম বাদশা ও যুবদল নেতা মিজানুর রহমান প্রমুখ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহর নেতৃত্বে সফরে বরিশাল গিয়ে দলীয় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন তিনি। এ হামলার জন্য একই দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবর রহমান সরোয়ারকে (এমপি) দায়ী করেন এবং ১১ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করেন রাজনের বড় ভাই শাহজাহান খান।

মামলার ১ নম্বর আসামী সরোয়ার এমপি। অন্য আসামীরা হলেন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রতন, মাহফুজুর রহমান মাহফুজ, আলাউদ্দিন ওরফে গুলগুলা আলাউদ্দিন, মাহবুবুর রহমান পিন্টু, ছাত্রদলের আরিফুর রহমান, রহমান মুন্না, মসিউর রহমান মঞ্জু, ফিরোজ খান কালু, মাহফুজুর রহমান মিন্টু, রনি ও খাটো জাহিদ। তার মধ্যে খাটো জাহিদ এবং অজ্ঞাতপরিচয় হিসেবে একজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ২২, ২০১১

রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করছে চীন: রাষ্ট্রদূত জিমিং
সুবিধাজনক অবস্থানে রাজশাহী-খুলনা 
পাথরঘাটায় বিস্ফোরণে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক
সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্স
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু


সিলেটে মার্কেট-মোবাইল টাওয়ারে অগ্নিকাণ্ড
হাবিবে মিল্লাতের সঙ্গে আইএফআরসির যুব চেয়ারম্যানের সাক্ষাৎ
দারুণ দিনে কোনালের কণ্ঠে রুনার গান
পেঁয়াজে নিম্নবিত্তের ভরসা টিসিবির ট্রাক সেলে 
খুলনায় চতুর্থ দিনে ৪ কোটি ২৯ লাখ টাকার কর আদায়