php glass

মামার জোরের কাছে মেধাবীরা অসহায়

বরিশাল জেলা পরিষদে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

বরিশাল জেলা পরিষদের হিসাব রক্ষকের শূন্য পদে নিয়োগ নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নিয়োগ (লিখিত ও মৌখিক) পরীক্ষায় অংশ নিয়ে চাকরি থেকে বঞ্চিত বিএম কলেজ থেকে মাস্টার্সে হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণী অর্জনকারী অলিউল ইসলাম, আ. রহিম খান ও কুদরত-ই-খুদা আশরাফ এ অভিযোগ করেছেন।

বরিশাল: বরিশাল জেলা পরিষদের হিসাব রক্ষকের শূন্য পদে নিয়োগ নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

নিয়োগ (লিখিত ও মৌখিক) পরীক্ষায় অংশ নিয়ে চাকরি থেকে বঞ্চিত বিএম কলেজ থেকে মাস্টার্সে হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণী অর্জনকারী অলিউল ইসলাম, আ. রহিম খান ও কুদরত-ই-খুদা আশরাফ এ অভিযোগ করেছেন।

তারা জানান, ওই পদে নিয়োগপ্রাপ্ত হামিদা আক্তার পলি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহিমের বোনের ভাগ্নি।

জানা গেছে, পলি গত তিন মাস প্রধান নির্বাহী কর্মকর্তার পুলিশ লাইন এলাকার সরকারি বাসভবনে অবস্থান করছিলেন। এসময় তার মামা প্রধান নির্বাহী কর্মকর্তা আগেভাগেই তাকে প্রশ্নপত্র দিয়ে দেন।

তাদের অভিযোগ, নিয়োগ পরীক্ষার নামে নাটক সাজিয়ে নিজের বোনের মেয়েকে নিয়োগ দিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহীম।

পত্রিকার বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ মে সোমবার ছিলো নিয়োগ পরীক্ষায় ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।

নিয়োগের ক্ষেত্রে মেধার কোন মূল্যায়ন করা হয়নি অভিযোগ করে চাকরি বঞ্চিত এসএসসি, এইচএসসি ও মাস্টার্সে প্রথম বিভাগে উত্তীর্ণ অলিউল ইসলাম জানান, গত বছর তিনি (অলিউল) একই পদে পরীক্ষায় অংশ নিয়ে ৫৩ নম্বর পান। ওই বছর পলি পায় মাত্র ২৮।

তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘পলি কিছুতেই নিয়োগ পেতে পারে না। পুনরায় নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়া হলে এর প্রমাণ পাওয়া যাবে।’

চাকরি বঞ্চিতদের মতে, মেধা নয়, শুধু মাত্র মামার (প্রধান নির্বাহী কর্মকর্তা) জোড়ে চাকরি পেয়েছে পলি। স্বজনপ্রীতির এই নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।

এ ব্যাপারে প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহীমের সেলফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১৭ মে, ২০১১

খুলনায় কর মেলার শেষ দিনে ৮ কোটি ৭০ লাখ টাকা আদায়
মান্দায় বাসচাপায় ভ্যান চালকের মৃত্যু
চাঁদা না দেওয়ায় রাজস্থলীতে ৩ জনকে পিটিয়ে জখম
বিয়ে করেছেন শিহাব-মম, গোপন ছিল চার বছর 
সন্দ্বীপে হাত-পা বেঁধে যুবক ‘খুন’


৫৭০ কোটি টাকা আয়কর আদায় চট্টগ্রামের মেলায়
নেদারল্যান্ডের নাইটহুড খেতাব পেলেন ফজলে হাসান আবেদ
পাকিস্তান থেকে উড়ে এলো ৮২ টন পেঁয়াজ
পুরুষের কান্নায় লজ্জা নেই: খোলা চিঠিতে শচীন
পাকুন্দিয়ায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ২