php glass

তিন পার্বত্য জেলার বেসরকারি শিক্ষকদের পাহাড়ি ভাতা দেওয়ার দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

আসছে বাজেটে তিন পার্বত্য জেলার বেসরকারি শিক্ষকদের ৩০ ভাগ পাহাড়ি ভাতা দেওয়ার জন্য আর্থিক বরাদ্দ রাখার দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য জেলা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদ।

রাঙ্গামাটি: আসছে বাজেটে তিন পার্বত্য জেলার বেসরকারি শিক্ষকদের ৩০ ভাগ পাহাড়ি ভাতা দেওয়ার জন্য আর্থিক বরাদ্দ রাখার দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য জেলা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদ।

দাবি মেনে নেওয়া না হলে এ অঞ্চলের সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসায় জুন থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে পরিষদ।

রাঙামাটিতে পাহাড়ি ভাতার দাবিতে এক সাংবাদিক সম্মেলনে তিন পার্বত্য জেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক নেতারা এ ঘোষণা দেন।

সোমবার সকাল ১০টায় রাঙামাটি সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য জেলা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী রণতোষ মল্লিক, শিক্ষক সমন্বয়কারী অজিত বরণ চাকমা, মোঃ ইসহাক ও মেরী মারমা।

সাংবাদিক সম্মেলনে তিন পার্বত্য জেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ৩০ জন শিক্ষক নেতা উপস্থিত ছিলেন।

শিক্ষক নেতারা বলেন, সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় তাদের ন্যায্য দাবি আটকে আছে।

তারা আগামী অধিবেশনের আগে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহবান জানান।

শিক্ষক নেতারা বিভিন্ন পেশাজীবী ব্যক্তির সঙ্গেও মতবিনিময় করেন।

সাংবাদিক সম্মেলন থেকে ২৬ মে তিন পার্বত্য জেলা সদরে শিক্ষকদের মানববন্ধন, ৭ জুন সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় শিক্ষকদের কালোব্যাচ ধারণ, ৮ জুন শ্রেণীকক্ষে ২ ঘণ্টা পাঠদান বিরতি এবং বাজেট অধিবেশন করার ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ১৬, ২০১১

মাদ্রাজি ওলচাষে লাভবান কৃষক
‘দেশে লবণের সংকট নেই, দাম বৃদ্ধির বিষয়টি গুজব’
সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযানে ৪২ হাজার টাকা জরিমানা
নীলফামারীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
করাগারে বাহুবল যুবলীগ সভাপতি


তিন বিলে রাষ্ট্রপতির সম্মতি
চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১
৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা, নিষিদ্ধ পলিথিন জব্দ
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ বেকারিকে জরিমানা
বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা