php glass

অপহৃত শিশুদের ফিরে পেতে মেহেরপুরে পতাকা বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

মেহেরপুর শোলমারী সীমান্ত থেকে অপহৃত বাংলাদেশি তিন শিশুকে ফিরে পেতে বিজিবি-বিএসএফের কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর: মেহেরপুর শোলমারী সীমান্ত থেকে অপহৃত বাংলাদেশি তিন শিশুকে ফিরে পেতে বিজিবি-বিএসএফের কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় সীমান্তের ১২৯ এর সাব পিলার ৫ এর কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের পক্ষে নদীয়া জেলার করিমপুর থানার ৯২ ব্যাটালিয়নের খাঞ্জিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ডামুডর ডিকে এবং বাংলাদেশের পক্ষে শোলমারী ক্যাম্প কমান্ডার জামাত আলী নেতৃত্ব দেন।

শোলমারী ক্যাম্প কমান্ডার সুবেদার জামাত আলী বাংলানিউজকে জানান, যত দ্রুত সম্ভব অপহৃত শিশুদের খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ।

গত ৬ মে দুপুরে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের ফজর আলীর ছেলে মিলন (১৪), মোশারফের ছেলে হাবিবুর (১৪) এবং আজাদের ছেলে মাসুম (১৩) ও হাসিবুল (১০) সীমান্তের ১২৮ নম্বর পিলারের পশ্চিম পাশের কালিতলা মাঠে ঘাস কাটতে যায়। এ সময় ভারতের করিমপুর থানার খাঞ্জিপুর গ্রামের মধু ও বিজেতেন নামের দুই অপহরণকারী একই সময়ে কাঁটাতারের বেড়ার ওপাশে ভারতীয়দের পাট ক্ষেতে কাজ করছিল। তারা ওই চার শিশুর মধ্যে তিনজনকে অপহরণ করে নিয়ে যায়। পালিয়ে আসে হাসিবুল।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৬, ২০১১

বনানীতে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
বরের ‘নাগিন ড্যান্স’ দেখে বিয়ে ভেঙে দিল কনে!
অশ্লীল নৃত্যের অভিযোগে যাত্রা প্যান্ডেল ভেঙে দিলো ইউএনও
মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা
ফোকফেস্টে দেখা মিললো শাবনাজ-বিন্দুর


শাবিপ্রবি মাভৈঃ আবৃত্তি সংসদের ২১ বছর পূর্তি উদযাপন
কেশবপুরের বিতর্কিত ইউএনও মিজানূর রহমানকে অবশেষে বদলি
ব্র্যাক ব্যাংক-সমকাল পুরস্কার সনজীদা-সেলিনা ও স্বরলিপির
জ্বালানি খাতে অস্ট্রেলিয়ার বিনিয়োগ চান বাণিজ্যমন্ত্রী
পুঁথি সংগ্রহে সাত্তার চৌধুরীর অবদান অসামান্য