php glass

চট্টগ্রামে লরিচাপা পড়ে ঠিকাদার নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় সোমবার সকালে তেলবাহী লরির নিচে চাপা পড়ে এক ঠিকাদার নিহত হয়েছেন।

চট্টগ্রাম: নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় সোমবার সকালে তেলবাহী লরির নিচে চাপা পড়ে এক ঠিকাদার নিহত হয়েছেন।

নিহতের নাম জুয়েল (৪০)। তার গ্রামের বাড়ি নাটোরে। বাবার নাম মইজুদ্দিন। চট্টগ্রামের হালিশহরে থাকতেন তিনি। পেশায় জুয়েল শ্রমিক ঠিকাদার ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিউল্লাহ বাংলানিউজকে জানান, সোমবার সকাল ৯টায় বড়পোলের ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরতর আহত অবস্থায় জুয়েলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এদিকে বড়পোলের অদূরে সিটি সার্ভিসের বাসের ধাক্কায় সালেদা বেগম নামে বৃদ্ধ এক মহিলা আহত হয়েছেন। তাকে হালিশহরের সাউথ পয়েন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালেহা বেগমের বাসা শান্তিবাগ এলাকায়।

পুলিশ দু‘টি দুর্ঘটনার পর তেলবাহী লরি এবং সিটি সার্ভিসের বাসটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ১৬, ২০১১

ফিজের করণীয় বাতলে দিলেন ভারতীয় পেসার
কমিউনিটি স্বাস্থ্যকর্মী সম্মেলন শুরু ২২ নভেম্বর
সার্কের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭০০০ মিলিয়ন ডলার
কুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জনসভায় কথা বলার ভয় কাটিয়ে ওঠার উপায়


‘পেঁয়াজের দাম কমতে আরও কয়েক মাস লাগবে’
৩৩৩-এ ডিএনসিসির সেবা চালু
এসিড রাখার দায়ে এক ব্যক্তির ৫ বছরের কারাদণ্ড
নূর হোসেনকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
চবির নতুন প্রক্টর অধ্যাপক মনিরুল হাসান