php glass

রাজধানীতে বখাটের ছোড়া এসিডে ঝলসে গেছে গৃহবধূর শরীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

রাজধানীর মোহাম্মদপুরে বখাটের ছোড়া এসিডে ঝলসে গেছে ২ সন্তানের জননী ঘুড্ডু আক্তার (২৮)-এর ডান হাতসহ পিঠের অংশ।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বখাটের ছোড়া এসিডে ঝলসে গেছে ২ সন্তানের জননী ঘুড্ডু আক্তার (২৮)-এর ডান হাতসহ পিঠের অংশ।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে প্রথমে সোহরাওয়ারদী হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

রোববার বিকেলে বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্থানীয় ৩ বখাটে যুবক তার ওপর এসিড ছুড়ে পালিয়ে যায় বলে ঘুড্ডু আক্তারের পরিবার দাবি করেছে।

আহত ঘুড্ডু আক্তার মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প এলাকার ৪২৫ নম্বর বাবর রোডের ৬ নম্বর গলির এজাজ আহমেদের স্ত্রী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ঘুড্ডু আক্তার বাংলানিউজকে জানান, একই এলাকার ৪ নম্বর গলির মিষ্টি ব্যবসায়ী বখাটে যুবক জামিল (৩২) কয়েক মাস ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। এতে তিনি রাজি না হলে জামিল ও তার ২ সহযোগী ভোলা এবং শাহেন শাহ তার বাসার সামনে এসে এসিড ছুড়ে দৌড়ে পালিয়ে যায়।

তিনি জানান, ঘটনার পরে মোহাম্মদপুর থানায় গেলে পুলিশ আগে চিকিৎসা নেওয়ার কথা বলেছেন।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই শিহাব বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, মে ১৬, ২০১১

বেশি দামে লবণ বিক্রি, ৫ দোকান সিলগালা-জরিমানা দেড় লাখ
আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার মুখোমুখি হবে সু কি
চেকপোস্টে দুর্বৃত্তের হামলায় ৩ পুলিশ আহত, অস্ত্রসহ আটক ২
পাবনায় সরকারিভাবে আমন সংগ্রহের কার্যক্রম শুরু
বায়িং হাউজগুলোর দক্ষতা বাড়ানোর ওপর জোরারোপ


ওয়ারীতে দেশি অস্ত্রসহ ৬ ডাকাত আটক
সিলেটে ছাত্রলীগ নেতা গ্রেফতার
কেরানীগঞ্জে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত
পাইকগাছায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 
দুর্গাসাগর দীঘিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার