php glass

আইনজীবী সমিতির বিদায়ী সংবর্ধনায় যাচ্ছেন না প্রধান বিচারপতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায়ী সংবর্ধনায় যাচ্ছেন না প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। সোমবার সকালে সুপ্রিম কোর্টের এক নম্বর হলে ওই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কিন্তু ঠিক তার আগের রাতেই সংখ্যাগরিষ্ঠ বিএনপি সমর্থক বর্তমান কমিটির সংবর্ধনায় অংশ না নেওয়ার কথা জানিয়ে দেন বিদায়ী প্রধান বিচারপতি।

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায়ী সংবর্ধনায় যাচ্ছেন না প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

সোমবার সকালে সুপ্রিম কোর্টের এক নম্বর হলে ওই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কিন্তু ঠিক তার আগের রাতেই সংখ্যাগরিষ্ঠ বিএনপি সমর্থক বর্তমান কমিটির সংবর্ধনায় অংশ না নেওয়ার কথা জানিয়ে দেন বিদায়ী প্রধান বিচারপতি।

সংবর্ধনা আয়োজক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল রোববার রাতে বাংলানিউজকে বলেন, ‘প্রধান বিচারপতির একান্ত সচিব কবির আহমেদ আমাকে ফোন করে জানিয়েছেন, সংবর্ধনায় আসছেন না প্রধান বিচারপতি।’

উষ্মা প্রকাশ করে ব্যারিস্টার বাদল বলেন, ‘প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক হয়তো বুঝতে পেরেছেন যে, তার আগের প্রধান বিচারপতিকে (ফজলুল করিম) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সংবর্ধনা সভায় যেভাবে, যে ভাষায় বিদায় জানিয়েছিলেন, আমরাও তাকে সেভাবে, সে ভাষায় বিদায় জানাবো- সেজন্যই তিনি বিদায় সংবর্ধনায় উপস্থিত থাকতে অপারগতা প্রকাশ করেছেন।’

এদিকে সুপ্রিম কোর্ট সূত্র জানায়, সংবর্ধনায় অংশ নিতে অপারগতা প্রকাশ করে চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি। চিঠিতে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ সকল সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন। তাকে বিদায় সংবর্ধনায় আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে ওই সংবর্ধনায় যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে চিঠিতে লিখেছেন তিনি।

সংবর্ধনায় যাওয়া কেন সম্ভব হচ্ছে না জানতে চাইলে সুপ্রিম কোর্ট সূত্র জানায়- ‘এটা তার (প্রধান বিচারপতি) নিজস্ব বিষয়।’

তবে প্রধান বিচারপতির কোনও চিঠি আইনজীবী সমিতির কাছে পৌঁছেনি বলে দাবি করে ব্যারিস্টার বাদল বলেন, ‘এমনও হতে পারে- কাল সকালে হয়তো সেটা আমাদের দেওয়া হবে।’
 
এরপরও সংবর্ধনা আয়োজনের সিদ্ধান্তে অটল আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যার জন্য সংবর্ধনা তিনিই যদি না আসেন তাহলে আমরা আর কি জন্য অনুষ্ঠান করবো?’

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, মে ১৫, ২০১১

চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ 
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের জনগণ পিষ্ট: আ স ম রব
এক বছরের জন্য নিষিদ্ধ শাহাদাত
অভিজিত হত্যা মামলায় আরও দুজনের সাক্ষ্য
তিন শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক


না'গঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা, আটক ১
নিজ পকেটের টাকায় বার্সায় ফিরতে হবে নেইমারকে!
বিএবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
খা‌লেদার অবমাননা মামলার অ‌ভি‌যোগ গঠন শুনা‌নি ৪ ডিসেম্বর
মহেশপুরে অস্ত্রসহ ডাকাত আটক