php glass

বিজিএমই ভবন ভেঙ্গে বেগুনবাড়ি-হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

বিজিএমই ভবন নির্মাণে রাজউকের অনুমোদন ছিল না। এই ভবন নির্মাণের ক্ষেত্রে জলাধার সংরক্ষণ আইন-২০০০ লঙ্ঘন করা হয়েছে। এমনকি এই জমির নিবন্ধন ছিলো না।

ঢাকা: বিজিএমই ভবন নির্মাণে রাজউকের অনুমোদন ছিল না। এই ভবন নির্মাণের ক্ষেত্রে জলাধার সংরক্ষণ আইন-২০০০ লঙ্ঘন করা হয়েছে। এমনকি এই জমির নিবন্ধন ছিলো না। তাই এই ভবনটি ভেঙ্গে বেগুনবাড়ি-হাতিরঝিল প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন করতে হবে।

সিটিজেন রাইটস মুভমেন্টের নেতারা সোমবার এ দাবি জানান।

রাজধানীর বিজিএমই ভবনের সামনে সংগঠনটির উদ্যোগে ও ইনিশিয়েটিভ ফর পিসের (আইএফপি) সহযোগিতায় আয়োজিত নাগরিক সমাবেশ ও অবস্থান ধর্মঘট থেকে এই দাবি জানানো হয়।

নাগরিক সমাবেশে প্রবন্ধ উপস্থাপন করেন সিটিজেন রাইটস মুভমেন্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. মফিজুল হক সরকার।

তিনি বলেন, সরকার ঘোষিত ড্যাপ বাস্তবায়নে এই ভবন সবচেয়ে বড় বাধা। যারা এই অবৈধ ভবন তৈরির চক্রান্ত করেছিলেন তারা  উপরের ৭টি ফ্লোরের ফ্ল্যাট বিক্রি করে দিয়ে লাভের অংশ নিয়ে সরে পড়েছেন। সরকারের প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে  অনুরোধ করবো দয়া করে তাদের চিহ্নিত করুন।

সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান তার লিখিত বক্তব্যে বলেন, এই ভবন নির্মাণে নগর উন্নয়ন আইন ১৯৫৩ মানা হয়নি। এই ভবন ভেঙ্গে ফেলা এখন সময়ের দাবি। কারো অবৈধ উদ্দেশ্য বাস্তবায়নে দেশের সবচেয়ে বড় দুই দলের নেত্রীদের ধোকা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়:১১৪১,১১এপ্রিল,২০১১

ksrm
জাবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রতিবাদ সমাবেশ
'সিরিয়ায় তুর্কি অভিযানে বাস্তুচ্যুত প্রায় ৩ লাখ'
সাইবার আক্রমণ প্রতিরোধে সতর্কতার বিকল্প নেই
‘চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দিতে তরুণদের গড়ে তুলতে হবে’
৫৫ কোটি ২৩ লাখ টাকা নিট আয় বিএসসির


রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের পরিবেশক সম্মেলন
দুর্নীতির অভিযোগ পেলে সিটি নির্বাচনে মনোনয়ন নয়
নাশকতা মামলায় আব্বাস-আলালসহ ৫৬ জনের বিচার শুরু
মাঠের আন্দোলনে ‘ইতি’ টানলেন বুয়েট শিক্ষার্থীরা, তবে...
শ্রীলঙ্কায় 'এ' দলের পারফরম্যান্সে খুশি বিসিবি