php glass

আইনজীবী আসামিকে জামিন না দেওয়ায় আদালতে ভাঙচুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

প্রতারণা মামলায় আইনজীবী আসামিকে জামিন না দেওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ভাঙচুর চালিয়েছেন একদল আইনজীবী।

ঢাকা: প্রতারণা মামলায় আইনজীবী আসামিকে জামিন না দেওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ভাঙচুর চালিয়েছেন একদল আইনজীবী।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আইনজীবী নুরুল হক মহানগর হাকিম এমএ সালামের আদালতে আতœসমর্পণ করে জামিন চান।

কিন্তু বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে উপস্থিত আইনজীবীরা প্রতিবাদ করেন। তারা বিচারককে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানান। কিন্তু বিচারক তার সিদ্ধান্তে অটল থাকলে আইনজীবীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

এসময় বিচারক এজলাস থেকে নেমে খাস কামরায় চলে যান।

এরপর আইনজীবীরা এজলাস কক্ষ ভাঙচুর ও নথীপত্র ছুঁড়ে মারেন। এসময় আইনজীবীরা অভিযুক্ত আসামিকে এজলাস থেকে নিয়ে আসেন।

বিষয়টি নিয়ে ঢাকা আইনজীবী সমিতির নেতারা ও সিনিয়র আইনজীবীরা দ্রুত আলোচনায় বসেন। পরে তারা ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক ও মহানগর দায়রা জজ জহুরুল হকের সাথে দেখা করে বিষয়টি সমাধান করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১

কুষ্ঠরোগীদের সমাজ-চাকরিচ্যুতি নয়, চিকিৎসা করাতে হবে
বনানী থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
স্বর্ণ জয়ের পথটা সহজ ছিল না: আফিফ
চলে গেলেন রক্সিট তারকা মেরি ফ্রেড্রিকসন
সিআইইউতে ‘আউটকাম বেসড অ্যাডুকেশন’ শীর্ষক কর্মশালা


বিজয়ের মাসে দৃশ্যমান হলো পদ্মাসেতুর ২৭০০ মিটার
বিশ্বমঞ্চে ধুতি-শাড়ি পরে নোবেল গ্রহণ অভিজিৎ-এস্থার দম্পতির
পোশাকশ্রমিকদের উন্নয়নে ইউনিলিভার বাংলাদেশ-বিজিএমইএ চুক্তি
উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
'খালেদাকে মুক্তি না দিলে সরকার পতনের কাউন্টডাউন'