php glass

দেশে এসেছেন ৩৩ হাজার ১২৬

৬৯ বাংলাদেশি লিবিয়া সীমান্ত পাড়ি দিয়েছেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

লিবিয়ায় বিমান হামলা শুরু হওয়ার বাংলাদেশি নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়া অব্যাহত আছে। তবে এ সংখ্যা কমছে। মঙ্গলবার ৬৯ জন বাংলাদেশি লিবিয়া সীমান্ত অতিক্রম করেছে।

ঢাকা: লিবিয়ায় বিমান হামলা শুরু হওয়ার বাংলাদেশি নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়া অব্যাহত আছে। তবে এ সংখ্যা কমছে। মঙ্গলবার ৬৯ জন বাংলাদেশি লিবিয়া সীমান্ত অতিক্রম করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার এ তথ্য জানানো হয়।

লিবিয়া থেকে সীমান্ত অতিক্রম করে মঙ্গলবার তিউনিসিয়ার রাসদিন সীমান্তে গেছেন ৬৭ জন এবং মিশরের আল সালৌম সীমান্তে গেছেন ২ জন।

তিউনিসিয়ায় যাওয়া ৬৭ জনের মধ্যে ৫টি পরিবারের নারী ও শিশু সদস্যরাও রয়েছেন।

এদিকে লিবিয়া ছেড়ে বুধবার দুপুর পর্যন্ত ৩৩ হাজার ১২৬ জন দেশে ফিরেছেন।

এদের মধ্যে ২৬ হাজার ৬০৪ জন আইওএম ও সরকারের ব্যবস্থাপনায়, ৩ হাজার ৭২২ জন নিজ ও চাকরিদাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং ২ হাজার ৮০০ জন বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার পর্যন্ত তিউনিসিয়ার রাস দিন সীমান্ত পয়েন্টে ৬৭০ জন বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

তিউনিসিয়ার জেরবা বিমানবন্দর থেকে বিমানের দুইটি ও আইওএমের ১টি ফ্লাইটে তাদের ৩ এপ্রিলের মধ্যে দেশে আনা হবে।

অপরদিকে মিশরের আল সালৌমে মঙ্গলবার যাওয়া দুই বাংলাদেশি ছাড়া আর কেউ দেশে আসার অপেক্ষায় নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিউনিসিয়া ও মিশর সীমান্তে নতুন করে যাওয়া বাংলাদেশিদের দেশে ফেরানোর জন্য কনস্যুলার সার্ভিস দেওয়া অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

ksrm
বাচ্চাকে মারপিটের নালিশ নিয়ে হনুমান দল থানায়!
মৃত ব্যক্তির বয়স্ক ভাতা উত্তোলন করছেন নারী ইউপি সদস্য!
মুষ্টিমেয় শিক্ষক আন্দোলনের কলকাঠি নাড়াচ্ছেন
নকলায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জাতীয় নারী দাবায় শীর্ষস্থানে রানী হামিদ


আন্দোলনের মুখে ইবি প্রক্টরকে অব্যাহতি
ফরিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত
বিজয়নগর সায়েম টাওয়ার থেকে আটক ১৭
চট্টগ্রাম বিভাগীয় ফুটবলে চ্যাম্পিয়ন ছাগলনাইয়া পাইলট
ইয়েমেনের কাছে হেরে গেলো বাংলাদেশের কিশোররা