php glass

চাঁপাইনবাবগঞ্জে নসিমন খাদে পড়ে নিহত ১, আহত ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

চাঁপাইনবাবগঞ্জের নাচোল-নওগাঁ সড়কের সোনাইচন্ডিহাট মাদ্রাসা মোড়ে বৃহস্পতিবার দুপুরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে স্যালো ইঞ্জিনচালিত যাত্রী পরিবহন নসিমন খাদে পড়ে এক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল-নওগাঁ সড়কের সোনাইচন্ডিহাট মাদ্রাসা মোড়ে বৃহস্পতিবার দুপুরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে স্যালো ইঞ্জিনচালিত যাত্রী পরিবহন নসিমন খাদে পড়ে এক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়।

নিহত কামরুল ইসলাম (৩০) জেলার নাচোল উপজেলার কসবা ইউনয়নের সবদেলপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

গুরুতর আহত নূর হোসেন (৫০), রবিউল ইসলাম (২৭) ও গোলাম মোস্তফাকে (৫৮) নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক সরকার বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে সবদেলপুর গ্রাম থেকে একটি নসিমন যাত্রী নিয়ে সোনাইচণ্ডিহাটে যাচ্ছিল। পথে মাদ্রাসা মোড় এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি পাশের খাদে পড়ে উল্টে যায়। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুল।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

তিনি আরও জানান, ঘটনার পরপর পালিয়ে যায় নসিমন চালক।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

ksrm
যুবলীগ নেতা খালেদ ডিবি হেফাজতে
জাহাজ নির্মাণশিল্পে নবদিগন্ত তুলে ধরেছে বসুন্ধরা গ্রুপ
শামসুজ্জামান দুদুর বক্তব্য ষড়যন্ত্রমূলক: মহিলা লীগ
ছাত্রলীগের পর যুবলীগ ধরেছি, একে একে সব ধরবো
‘বাংলাদেশ-ভারত বন্ধুত্ব আরও সময়োপযোগী-গাঢ় করতে হবে’


খুলনায় প্রথমবারের মতো দারাজ ‘সেলার সামিট’
চট্টগ্রাম বহু আগে থেকেই শিল্প-সাহিত্যের তীর্থ: অনুপম সেন
যা ছিল খালেদের টর্চার সেলে
শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলার আবদেন, আ‌দেশ রোববার
প্রতিদিন কমেছে ডেঙ্গুরোগী ভর্তি