দুর্নীতি মামলার থেকে সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে অব্যাহতি দিয়েছে। রোববার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আব্দুল মজিদ দুর্নীতি দমন কমিশনের অভিযোগ গঠনের আবেদন নাকচ করে এ আদেশ দেন।
ঢাকা: দুর্নীতি মামলার থেকে সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে অব্যাহতি দিয়েছে।
রোববার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আব্দুল মজিদ দুর্নীতি দমন কমিশনের অভিযোগ গঠনের আবেদন নাকচ করে এ আদেশ দেন।
শুনানিকালে মোশারফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
এই মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীও আসামি। তার অংশের মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত আছে বলে আদালত সূত্র জানায়।
২০০০ সালের রাজউক এ মিথ্যা হলফনামা দিয়ে সাজেদা চৌধুরীর নামে একটি প্লট নেওয়ায় মামলাটি দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১