গাজীপুরের শ্রীপুর উপজেলার ১ নং সিঅ্যান্ড বি বাজারে পলি প্রপাইলনের প্যাকেট উৎপাদনকারী কারখানা মিরাকলের শ্রমিকেরা বেতন ভাতা বৃদ্ধি ও নিয়মিত বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার ১ নং সিঅ্যান্ড বি বাজারে পলি প্রপাইলনের প্যাকেট উৎপাদনকারী কারখানা মিরাকলের শ্রমিকেরা বেতন ভাতা বৃদ্ধি ও নিয়মিত বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রোববার সকাল সাড়ে সাতটা থেকে উৎপাদন বন্ধ করে শ্রমিকেরা বিভ শুরু করেন। এ সময়ে শ্রমিকেরা লাঠি-সোঁটা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কারখানার দুই পাশে যানবাহনগুলো নিরাপদ দূরত্বে অবস্থান করায় মহাসড়ক ফাঁকা হয়ে যায়। পরে সকাল সোয়া ৯টার দিকে মাওনা চৌরাস্তা মহাসড়ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।
পরে শ্রমিকদের দাবি নিয়ে কারখানায় কর্তৃপক্ষ আলোচনায় বসেছে। শ্রমিকেরা কারখানার বাইরে সড়কের পাশে অবস্থান করছে।
শ্রীপুর থানার ওসি নাজমুল হক ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১১৪৩ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১