php glass

বসন্তের দোলা লাগে প্রাণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

পলাশ-শিমুলের ডালে ডালে রক্তিম উচ্ছলতা। বনের নিভৃত কোণে, মেঠোপথের ধারে কারও দেখার অপেক্ষা না করেই ফুটেছে আরও কত নাম না-জানা ফুল। কোকিলের কুহুতান আর মৃদুমন্দ বাতাসও মনে করিয়ে দেয় বসন্তের কথা।

ঢাকা: পলাশ-শিমুলের ডালে ডালে রক্তিম উচ্ছলতা। বনের নিভৃত কোণে, মেঠোপথের ধারে কারও দেখার অপেক্ষা না করেই ফুটেছে আরও কত নাম না-জানা ফুল। কোকিলের কুহুতান আর মৃদুমন্দ বাতাসও মনে করিয়ে দেয় বসন্তের কথা।

রোববার ঋতুরাজ বসন্তের আগমন।

বসন্ত মানেই ফুলের স্ফূরণ। তার বন্দনায় সব অনুষঙ্গকে ছাপিয়ে যায় ফুলই। কবিগুরু গেয়েছেন, ‘আহা আজি এ বসন্তে কত ফুল ফোটে...।’

বসন্ত উৎসব উদযাপন পরিষদ চারুকলার বকুলতলায় এবং ধানমন্ডির রবীন্দ্রসরোবরে বসন্ত উৎসবে মেতে উঠেছে নাগরিকেরা।

সূযের্র উদয়ের সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শুরু হয় বসন্ত উৎসব। কবিতা, গান আর নৃত্যের তালে তালে সবাই একসঙ্গে গেয়েছেন ভালোবাসার গান।

সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বেশিরভাগ মেয়ের পরনে ছিল হলুদ রঙের শাড়ি আর ছেলেদের অনেকেরই পরনে ছিল একই রঙের পাঞ্জাবি।

বর্ণিল এই বসন্ত  ঋতুতে বাঙালির জীবনে আনন্দ-উৎসবের শেষ নেই। এরকম বেশ বেশ কয়েকটি উৎসবের মধ্যে ফাল্গুনী পূর্ণিমা, গাজন, চড়ক পূজা, দোলযাত্রা, চৈত্রসংক্রান্তি অন্যতম। তবে বর্তমানে নানা প্রতিকূলতা ও গ্রামেগঞ্জে নাগরিক অভ্যাসের বিস্তার ঘটায় এসব উৎসব আর আগের মতো ঘটা করে পালিত হয় না।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

রায় ঘোষণার আগে যা বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
মোবারক হোসেন খান’র ছেলে রাজিতের সুরে গাইলেন ডলি
টিপুর দ্রুত ফাঁসি চান সাক্ষী ও শহীদ পরিবারের সদস্যরা
সু চির অধঃপতনে দুঃখ পেয়েছি: ড. মোমেন
কুষ্ঠরোগীদের সমাজ-চাকরিচ্যুতি নয়, চিকিৎসা করাতে হবে


বনানী থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
স্বর্ণ জয়ের পথটা সহজ ছিল না: আফিফ
চলে গেলেন রক্সিট তারকা মেরি ফ্রেড্রিকসন
সিআইইউতে ‘আউটকাম বেসড অ্যাডুকেশন’ শীর্ষক কর্মশালা
বিজয়ের মাসে দৃশ্যমান হলো পদ্মাসেতুর ২৭০০ মিটার