আমলাদের বাদ দিয়ে শিক্ষানীতি বাস্তবায়ন কমিটিতে শিক্ষাবিদ এবং কর্মরত অভিজ্ঞ শিক্ষকদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশার-ছালাম)।
ঢাকা: আমলাদের বাদ দিয়ে শিক্ষানীতি বাস্তবায়ন কমিটিতে শিক্ষাবিদ এবং কর্মরত অভিজ্ঞ শিক্ষকদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশার-ছালাম)।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি মো. আবুল বাশার।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অভিজাত দুয়েকজন শিক্ষাবিদ ও আমলাদের মাধ্যমে শিক্ষানীতি বাস্তবায়ন করা হচ্ছে।
এছাড়া দালাল শ্রেণীর কিছু শিক্ষক নেতাও শিক্ষানীতিতে প্রভাব ফেলছেন বলেও অভিযোগ করে তিনি।
এজন্য শিক্ষানীতি বাস্তবায়ন কমিটিতে শিক্ষাবিদ এবং কর্মরত অভিজ্ঞ শিক্ষকদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আবুল বাশার।
এ সময় শিক্ষানীতি, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়ন ও শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করাসহ ৮ দফা দাবিও তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব মো. আব্দুস সালাম খান, যুগ্ম মহাসচিব মো. সদরুল আমীন, অতিরিক্ত মহাসচিব এম এ রশীদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক লাইলী বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য জোয়ারদার মোজাফফর হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১১