php glass

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান ৩য় বর্ষের ফল প্রকাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০০৮ সালের সম্মান শ্রেণীর তৃতীয় বর্ষের পরীক্ষার ৬ বিষয়ের ফল বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করা হয়েছে।

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০০৮ সালের সম্মান শ্রেণীর তৃতীয় বর্ষের পরীক্ষার ৬ বিষয়ের ফল বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করা হয়েছে।

বিষয়গুলো হলো প্রাণিবিদ্যা, গণিত, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পরিসংখ্যান এবং ভূগোল ও পরিবেশ। প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাচ্ছে।

এছাড়া যে কোন মোবাইল ফোন থেকে nu h3 roll লিখে ৪৬৩৬ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম স্বারিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

পরিচালক ফয়জুল জানান, প্রাণিবিদ্যায় ৩৪৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩৪৬৫ জন এবং পাসের হার শতকরা ৯৯.৩১ ভাগ। গণিতে ৪৭০৭ জনের মধ্যে পাস করেছেন ৪৫৯৯ জন। এখানে পাশের হার শতকরা ৯৭.৭১ ভাগ। অর্থনীতিতে ৮১৮৯ জনের মধ্যে উত্তীর্ণ ৮০৯১ জন, এতে পাসের হার শতকরা ৯৮.৮০ ভাগ। রাষ্ট্রবিজ্ঞানে ১১০৭৭ জনের মধ্যে পাস করেছে ১০৯৫২ জন এবং এখানে পাসের হার শতকরা ৯৮.৮৭ ভাগ। পরিসংখ্যানে ৫৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৩২ জন এবং পাসের হার শতকরা ৯৯.৪৪ ভাগ এবং ভূগোল ও পরিবেশ বিষয়ে ১৫৬৯ জনের মধ্যে ১৫৫৯ জন এবং যেখানে পাসের হার শতকরা ৯৯.৩৬ ভাগ।

বাকি বিষয়গুলোর ফলাফল এ মাসেই পর্যায়ক্রমে প্রকাশিত হবে বলে জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়র সূত্র।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১

লোকসানের বোঝা মাথায় নিয়ে আমন চাষ
‘সোনার চর’ ঘিরে হচ্ছে এক্সক্লুসিভ পর্যটন কেন্দ্র
নির্ধারিত সময়েই সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ
মেসিকে খুশি রাখতেই নেইমার ‘নাটক’!
'১১ দিনের বাচ্চা নিয়ে রাস্তায়-রাস্তায় ঘুরছি'


ফতুল্লায় অটো ও ব্যাটারির দোকানে অগ্নিকাণ্ড
ত্রিপুরায় ১৫ লাখ রুপির মাদক জব্দ
বেনাপোলে সাড়ে ১৭ লাখ ভারতীয় রুপিসহ আটক ১
নেতাজির ‘মৃত্যুদিন’ উল্লেখ করল পিআইবি, বিতর্ক ভারতজুড়ে
আরও ২৪ ঘণ্টা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে