php glass

তৃতীয় দিনে নয়টি বইয়ের মোড়ক উন্মোচন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

মোড়ক উন্মোচন। অমর একুশে বইমেলার অন্যতম আকর্ষণ। শুধু এ মোড়ক উন্মোচনকে ঘিরেই দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সমাগম ঘটে এ মেলায়। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।

ঢাকা: মোড়ক উন্মোচন। অমর একুশে বইমেলার অন্যতম আকর্ষণ। শুধু এ মোড়ক উন্মোচনকে ঘিরেই দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সমাগম ঘটে এ মেলায়। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, ডেইলি সান সম্পাদক ড. সৈয়দ আনোয়ার হোসেন, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম, জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রধান লাইব্রেরীয়ান অধ্যাপক নাসিম পারভীনসহ আরও অনেকের প্রথম আসা ছিল বৃহস্পতিবার। তারা সবাই এসেছেন বইয়ের মোড়ক উন্মোচনকে কেন্দ্র করে। কেউ উন্মোচন করতে, আবার কেউ নিজের বই উন্মোচনের কারণে।

বৃহস্পতিবার অমর একুশে বইমেলার তৃতীয় দিনে মোট নয়টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে আগামী প্রকাশন থেকে প্রকাশিত মৌলি আজাদের আমার বাবা: হুমায়ুন আজাদ’ বইটির মোড়ক উন্মোচন করেন ড. সৈয়দ আনোয়ার হোসেন, ড. অরূপরতন চৌধুরীর ‘সুন্দর দাঁতে সুন্দর হাসি’ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, ড. শেখ গাউস মিয়ার ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ : সুন্দরবন সাবসেক্টর’ বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রধান লাইব্রেরীয়ান অধ্যাপক নাসিম পারভীন ও শেখ হাফিজুর রহমানের ‘দ্রোহের পদাবলী’ ড. সৈয়দ আনোয়ার হোসেন, ইত্যাদি থেকে প্রকাশিত সালেক খোকনের বই ‘আদিবাসী মিথ ও অন্যান্য’ লুৎফর রহমান রিটন, আহমাদ মাযহার, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা, খালিদ মাহমুদ; বিভাস প্রকাশিত আশরাফ উদ্দীন রাজুর ‘তোমাদের ছড়া’ লুৎফর রহমান রিটন, পাঠশালা প্রকাশিত স্বাগত সজীবের ‘বাতাসের বাঁশি’ জয়নাল আবেদীন এবং শাহান শাহাবুদ্দীনের ‘আত্মহত্যার আগে’র মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আবু বকর সিদ্দিক।

এছাড়া সন্্জীদা হকের হাতে তুলে দেওয়ার মধ্যদিয়ে উন্মোচন করা হয় সৈয়দ মনজুরুল ইসলামের গল্পগ্রন্থ ‘সুখদুঃখের গল্প’। এটি প্রকাশ করে নিমফিয়া।

বাংলাদেশ সময়: ২৩৫৯, ফেব্রুয়ারি ০৩, ২০১১

ksrm
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
পাথরঘাটায় ৫ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, দুই জেলেকে সাগরে নিক্ষেপ
সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন সাঈদ খোকন


গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত, বাসে আগুন
পণ্য পরিবহনের আড়ালে ফেনসিডিলের ব্যবসা
জঙ্গি দমন হয়েছে, এবার মাদক দমন: স্বরাষ্ট্রমন্ত্রী
বগুড়ায় নারীকে গলাকেটে হত্যা
ফুলবাড়ী দিবস: আজও বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তি