php glass

দিনাজপুরে কোটি টাকার ভারতীয় নেশার ট্যাবলেট ও ইনজেকশন আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

দিনাজপুরে অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের ভারতীয় নেশার ট্যাবলেট ও ইনজেকশন আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

দিনাজপুর: দিনাজপুরে অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের ভারতীয় নেশার ট্যাবলেট ও ইনজেকশন আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী-৪০ ব্যাটালিয়নের ক্যাম্পের সামনে দূরপাল্লার ৩টি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা এসব নেশাদ্রব্য উদ্ধার করেন।

৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমিরুল ইসলাম সিকদার বাংলানিউজকে জানান, রোববার দুপুর ২টায় বিজিবি সদস্যরা ক্যাম্পের সামনে দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় রোজিনা, সালমা ও আরভি পরিবহনে তল্লাশি করে বাস তিনটির লাগেজ বক্সে কার্টনভর্তি বস্তা থেকে ২ লাখ ১৩ হাজার ৮৫০ পিস ভারতীয় সিটিজেন ও ২ লাখ ২১ হাজার ১২৫ পিস নিমেপেন ট্যাবলেট এবং ১২ হাজার ২৮ পিস সেনেগ্রা ইনজেকশন উদ্ধার করে।

আটক ভারতীয় ওষুধের কোনো মালিক না থাকায় বিজিবি সদস্যরা বাস ৩টি আটকে রাখে। পরে যাত্রীদের অনুরোধে চালকদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসগুলোকে ছেড়ে দেওয়া হয়।

বিজিবি কর্মকর্তা জানান, আটক ভারতীয় ট্যাবলেট ও ইনজেকশনগুলো নেশা জাতীয় ওষুধ। এর আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

এ ঘটনায় ফুলবাড়ী থানায় বিজিবি সদস্যদের প থেকে পৃথক ৩টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

ksrm
এবার খুলনায় দুদুর নামে মামলার আবেদন
সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে ২ শ্রমিকের মৃত্যু
ফতুল্লার ঘিরে রাখা বাড়িতে বোম্ব ডিসপোজাল ইউনিট
বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনে বশেমুবিপ্রবির শিক্ষার্থীরা
বয়সের জন্যই বলিরেখা পড়ছে না, শোয়ার অভ্যাসও দায়ি 


চা গাছে ‘অতিমাত্রায়’ ছত্রাকনাশক
বন্দরে তৈরি হচ্ছে ২২০ মিটার দীর্ঘ ‘সার্ভিস জেটি’
যেসব কারণে বাংলাদেশসহ ভারতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী
গাজীপুরে বজ্রপাতের আগুনে পুড়লো ৫ বসতঘর 
বিকেএমইএ’র নির্বাচনে জয়ের পথে সেলিম ওসমানের প্যানেল