php glass

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে একজন নিহত: ১৭ দোকান পুড়ে ছাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর এলাকায় মার্কেটে লাগা আগুন নেভাতে গিয়ে হেলাল (৪৫) নামে এক ফল ব্যবসায়ী শনিবার নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর এলাকায় মার্কেটে লাগা আগুন নেভাতে গিয়ে হেলাল (৪৫) নামে এক ফল ব্যবসায়ী শনিবার নিহত হয়েছেন।

এ ছাড়া আরো ৫ ব্যক্তি আহত হয়েছেন।

এ সময় একটি সুপার মার্কেট সংলগ্ন ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ইসলামিয়া সুপার মার্কেট সংলগ্ন একটি কনফেকশনারির দোকান থেকে সকাল ৭টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বন্দর ও ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান,     শনিবার সকাল ৭টার দিকে ইসলামিয়া সুপার মার্কেট সংলগ্ন মিজানুর রহমানের মালিকানাধীন কনফেকশনারির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এ সময় আগুন ২০ থেকে ৩০ ফুট উপরে উঠে যায়।

আগুনে ৫টি কনফেকশনারিসহ ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় দোকানগুলো বন্ধ ছিল।

আগুন নেভাতে গিয়ে হেলাল, আয়নাল ও সুমনসহ অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে হেলাল নামে এক ফল ব্যবসায়ী দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের পরিবার জানান, অগ্নিকাণ্ডে হেলালের একটি ফলের দোকান পুড়ে গেছে। আগুন নেভানোর সময় তিনি শ্বাসকষ্টে ভোগেন। তাকে দ্রুত বাসায় নেওয়া হলে দুপুরে তিনি মারা যান।

নিহত হেলাল উপজেলার ফুলহর এলাকার মৃত লতিফ মিয়ার ছেলে।

বন্দর ফায়ার সার্ভিসের ইনচার্জ শামীম আহমেদ জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, খবর পেয়ে বন্দর ও ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হেলালের মৃত্যু সম্পর্কে তিনি জানান, বিষয়টি তিনি শুনেছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

লোকসানের বোঝা মাথায় নিয়ে আমন চাষ
‘সোনার চর’ ঘিরে হচ্ছে এক্সক্লুসিভ পর্যটন কেন্দ্র
নির্ধারিত সময়েই সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ
মেসিকে খুশি রাখতেই নেইমার ‘নাটক’!
'১১ দিনের বাচ্চা নিয়ে রাস্তায়-রাস্তায় ঘুরছি'


ফতুল্লায় অটো ও ব্যাটারির দোকানে অগ্নিকাণ্ড
ত্রিপুরায় ১৫ লাখ রুপির মাদক জব্দ
বেনাপোলে সাড়ে ১৭ লাখ ভারতীয় রুপিসহ আটক ১
নেতাজির ‘মৃত্যুদিন’ উল্লেখ করল পিআইবি, বিতর্ক ভারতজুড়ে
আরও ২৪ ঘণ্টা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে