php glass

স্বাধীন ও নিরপেক্ষ দুদকের দাবিতে ঝালকাঠি ও নাটোরে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর দুর্নীতি দমন কমিশন গঠনের লক্ষ্যে মন্ত্রী পরিষদ সভায় প্রস্তাবিত দুদক আইনের সংশোধনী পুনর্বিবেচনার দাবিতে টিআইবির সচেতন নাগরিক কমিটি দেশের বিভিন্ন জেলায় শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

ঢাকা: স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর দুর্নীতি দমন কমিশন গঠনের লক্ষ্যে মন্ত্রী পরিষদ সভায় প্রস্তাবিত দুদক আইনের সংশোধনী পুনর্বিবেচনার দাবিতে টিআইবির সচেতন নাগরিক কমিটি দেশের বিভিন্ন জেলায় শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বেলা ১১টার দিকে ঝালকাঠি ও নাটোরে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের যুগ্ম আহবায়ক হেমায়েত উদ্দিন হিমু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেমায়েত হোসেন, প্রফেসর গুলনাহার বেগম, প্রেসকাবের সহ-সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, শ্যামল সরকার প্রমুখ।

এদিকে শনিবার সকাল ১১টার দিকে নাটোরের কানাইখালী বাসস্ট্যান্ড এলাকায় আধাঘন্টা মানববন্ধন পালনের সময় বক্তব্য রাখেন টিআিইবির নাটোর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. আমজাদ হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রস্তাবিত আইনটি পাশ হলে দুদকের স্বাধীনতা ও কার্যকারিতা খর্ব হবে। তারা জনমত যাচাই করে করে আইনটি পুনর্বিবেচনার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

ksrm
তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা
বরিশালে অটোরিক্সা উচ্ছেদ বন্ধে অনশন ধর্মঘটের হুমকি 
দৌলতদিয়ায় বাস-মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপে বোয়ালিয়া-মতিহার চ্যাম্পিয়ন
ইবিতে বশেমুবিপ্রবি উপাচার্যের কুশপুতুল দাহ


ধর্ষণ-অর্থ বাণিজ্যের অভিযোগে আ. লীগ নেতা গ্রেফতার
চুয়াডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়লো কয়েক দোকানের মালামাল
সিলেটে নদীতে ডুবে মারা গেলেন আরও একজন
আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জু মারা গেছেন
৪ দিনের সফরে ঢাকায় ভারতের নৌবাহিনী প্রধান