php glass

আশুলিয়ায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইলে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং কমপে ৩০ জন আহত হয়েছে।

ঢাকা: ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইলে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং কমপে ৩০ জন আহত হয়েছে।

শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে আশুলিয়া থানার বাইশমাইলের অদূরে নিরিবিলির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে (ঢাকা মেট্রো-ব-১১-৮৬৬) বিপরীত দিক থেকে আসা ধামরাইগামী অপর একটি বাসের (টাঙ্গাইল ভ -২৯৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ঈগল পরিবহনের চালক আসাদ (৩০)। আহত হন ৩০ জন যাত্রী।

আহতদের স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালসহ বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল ব্যাহত হয়।

আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ধামরাইগামী বাসটির চালকের অবস্থা গুরুতর। বাস দুটি আটক করা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

ফেরাউনের বাড়িতেই বেড়ে ওঠেন মুসা
অন্ধকার ময়মনসিংহে আসছে আলো
ডিমলায় দুর্যোগ সহনীয় বাসগৃহ পেয়ে আনন্দিত ৩৬ পরিবার
পিরোজপুরে গণপূর্ত মন্ত্রীর নেতৃত্বে সুসংগঠিত আ’লীগ
৪৮ বছর ধরে উপেক্ষিত ধনবাড়ীর শহীদ বুদ্ধিজীবী মুহাম্মদ আখতার 


‘বিসমিল্লা’ দিয়ে শেষ হলো দুই বাংলার নাট্যমেলা
জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবী হত্যা: শিল্পমন্ত্রী
বুয়েট কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা
শাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন
মিরপুরের উইকেটকে ইতিবাচক বললেন ঢাকার কোচ সালাউদ্দিন