প্রথমবারের মতো সারাদেশে গৃহিত জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি) পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৬৩ হাজার ৫৯৯ জন প্রার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে করেছে ১০ লাখ ২০ হাজার ৪৭ জন পরীক্ষার্থী।
ঢাকা: প্রথমবারের মতো সারাদেশে গৃহিত জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি) পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৬৩ হাজার ৫৯৯ জন প্রার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে করেছে ১০ লাখ ২০ হাজার ৪৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থীর প্রাপ্ত জিপিএ ২ থেকে ৩ এর মধ্যে। মাদরাসা বোর্ডসহ আটটি সাধারণ শিক্ষাবোর্ডের মোট ৪ লাখ ৩৫ হাজার ৫০৬ জন শিক্ষার্থী এই জিপিএ পেয়ে পাস করেছে। যা মোট পাশের ৩১ শতাংশ।
ঘোষিত ফল থেকে দেখা যায়, নয়টি বোর্ডে (মাদরাসাসহ) মোট জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে উত্তীর্ণ শিক্ষার্থীর .৬১ শতাংশ ছেলেমেয়ে।
জিপিএ ৪ থেকে ৫ এর নীচে পেয়েছে এক লাখ ১৬ হাজার ৪৩৬ শিক্ষার্থী। এই জিপিএ পাওয়ার হার ৮ দশমিক ৩৪ শতাংশ।
জিপিএ ৩.৫ থেকে চার এর নীচে পেয়ে এক লাখ ৪২ হাজার ছেলে মেয়ে পাস করেছে। যা মোট পাশের হারের ১০ দশমিক ১৯ শতাংশ।
২ লাখ ২৪ হাজার ৪২ জন শিক্ষার্থী জিপিএ ৩ থেকে ৩.৫ এর নীচে পেয়েছে। যা মোট পাসের ১৪ দশমিক ৫০ শতাংশ।
৩১ দশমিক ১৮ ভাগ শিক্ষার্থী জিপিএ ২ থেকে জিপিএ ৩ এর নীচে পেয়ে জেএসসি এবং জেডিসি পাস করেছে। মোট ৪ লাখ ৩৫ হাজার ৫০৬ জন শিক্ষার্থী এই জিপিএ পেয়েছে।
১ লাখ ১৪ হাজার ৮২৬ জন জিপিএ ১ থেকে ২ এর নীচে পেয়েছে। মোট পাসের ৮ দশমিক ২২ ভাগ।
বাংলাদেশ সময়: ১৯৪০ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১০