php glass

বাগেরহাট কারাগারে ৬শ বন্দির অনশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

বাগেরহাট জেলা কারাগারের ৬শ ৫৬ বন্দি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনশন কর্মসূচি পালন করেছেন। 

বাগেরহাট: বাগেরহাট জেলা কারাগারের ৬শ ৫৬ বন্দি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনশন কর্মসূচি পালন করেছেন।  

বন্দিদের নিম্নমানের খাবার প্রদান এবং তাদের ওপর নির্যাতনের প্রতিবাদে তারা সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন।

এ সময় তারা সকালের নাস্তা গ্রহণ না করে উন্নতমানের খাবার পরিবেশন, জেল সুপার দেবদুলাল কর্মকার ও ৪/৫ জন কারারীর বদলির দাবি জানিয়ে কারাগারের ভেতরে   মিছিল করেন।

খবর পেয়ে খুলনা বিভাগীয় ডিআইজি (প্রিজন) মো. বজলুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোকুল কৃষ্ণ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কারাগার পরিদর্শন করেন। তারা বন্দিদের সঙ্গে তাদের দাবি-দাওয়া নিয়ে আলাপ-আলোচনা করেন।

তবে জেল সুপার মো. ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, ‘কারাগারে আটক কয়েকজন চরমপন্থি সন্ত্রাসী সাধারণ বন্দিদের ভুল বুঝিয়ে উত্তেজিত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

এ বিষয়ে খুলনা রেঞ্জের ডিআইজি (প্রিজন) বজলুর রহমান জানান, ‘কারাগারে একটু সমস্যা হয়েছিল। তবে তাৎণিক হস্তপে করে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

ছোটপর্দায় আজকের খেলা
বিদ্যুৎ সংযোগের সময় শেষ, অথচ অগ্রগতি নেই অর্ধেকও
অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লিতে
অবৈধ জালে মাছের ডিম ও পোনা হচ্ছে ধ্বংস, প্রয়োজন সচেতনতা
‘আমার এই বাজে স্বভাব’ খ্যাত সংগীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই


মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো এখনো অরক্ষিত
ফেরাউনের বাড়িতেই বেড়ে ওঠেন মুসা
অন্ধকার ময়মনসিংহে আসছে আলো
ডিমলায় দুর্যোগ সহনীয় বাসগৃহ পেয়ে আনন্দিত ৩৬ পরিবার
পিরোজপুরে গণপূর্ত মন্ত্রীর নেতৃত্বে সুসংগঠিত আ’লীগ