php glass

‘বোর্ড সেরা বরিশাল ক্যাডেট’

বরিশাল বোর্ডে পাসের হার ৮১.৭৫, জিপিএ-৫ পেয়েছে ৪৭৮ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

প্রথম বারের মত সারাদেশে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৭৫ ভাগ। এ বোর্ডের অধীন ৭৫ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬৯ হাজার ৮৪৭ জন।

বরিশাল: প্রথম বারের মত সারাদেশে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৭৫ ভাগ। এ বোর্ডের অধীন ৭৫ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬৯ হাজার ৮৪৭ জন। পাস করেছে ৫৭ হাজার ১০২ জন। এর মধ্যে জিপি-৫ পেয়েছে ৪৭৮  জন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করা হয়।  
 
ঘোষিত ফলে দেখা যায়, বরিশাল বোর্ডের সেরা ২০ স্কুলের শীর্ষে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। পাসের হারে প্রথম জেলা ভোলা। এ জেলার ২৫৯টি স্কুলের ৯ হাজার ৫২২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮ হাজার ৫৩২ জন। পাসের হার ৮৯ দশমিক ৬০। অন্যদিকে শতভাগ পাস করেছে ২৩৮টি স্কুলের শিক্ষার্থী।

সেরা ১৫স্কুল:
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে সেরা ২০টি স্কুলের তালিকায় শীর্ষে রয়েছে বরিশাল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ। এ স্কুলের ৫৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। অর্জিত  পয়েন্ট ৮০।

দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের ৩৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। পয়েন্ট ৬১।

তৃতীয় স্থানে রয়েছে বরিশাল জিলা স্কুল। ৩৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। পয়েন্ট ৬০।

অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- পিরোজপুর সরকারি মাধ্যমিক স্কুল- ৪র্থ, ১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। পটুয়াখালী সরকারী জুবলী হাইস্কুল- ৫ম। ১৮৮ জনের মধ্যে পাস করেছে ১৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। পটুয়াখালী সরকারি গার্লস স্কুল-৬ষ্ঠ।  ১৮৫ জনের মধ্যে পাস করেছে ১৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়-৭ম, এ প্রতিষ্ঠানে ১৬৬ জনের মধ্যে পাস করেছে ১৬৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। ভোলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়-৮ম, এখান থেকে ১৪৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবস্থান-৯ম। প্রতিষ্ঠানটির ১০৯ জনের মধ্যে সবাই পাস করেছে।  বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ-১০ম। প্রতিষ্ঠানটির ১৯৬ জনের মধ্যে পাস করেছে ১৯২ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থান ১১ম। প্রতিষ্ঠানটি থেকে ১৮৬ জনের মধ্যে পাস করেছে ১৮৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

এছাড়া বরগুনা জিলা স্কুল ১২তম,  ঝালকাঠী হরিচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয় ১৩ তম, ভোলার চন্দ্র প্রসাদ মাধ্যমিক বিদ্যালয় ১৪তম, বরগুনার তালতলী মাধ্যমিক বিদ্যালয় ১৫তম স্থান লাভ করেছে।
 
পাসের হারে প্রথম ভোলা:
ভোলা জেলার ২৫৯টি স্কুলের ৯ হাজার ৫২২ জন শিার্থীর মধ্যে পাস করেছে ৮ হাজার ৫৩২ জন। পাসের হার ৮৯ দশমিক ৬০। ২য় স্থানে রয়েছে পটুয়াখালী। সেখানকার ২৮৯টি স্কুলের ১১ হাজার ৭১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৮৫৯ জন। পাসের হার ৮৪ দশমিক ১৪। এছাড়া ঝালকাঠীতে ১৯৪টি স্কুলের ৭ হাজার ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ৯৪৪ জন। পাসের হার ৮২ দশমিক ৪৫। বরিশালে ৪৩১টি স্কুলের ২৩ হাজার ৩৯৯ জনের মধ্যে পাস করেছে ১৮ হাজার ৭৭৩ জন। পাসের হার ৮০ দশমিক ২৩।  বরগুনায় ১৭২টি স্কুলের ৭  হাজার ৩৫৩ জনের মধ্যে পাস করেছে ৫ হাজার ৮৭২ জন। পাসের হার ৭৯ দশমিক ৮৬ ভাগ এবং পিরোজপুরের ২৭৪টি স্কুলের ১০ হাজার ৬৪৭ জনের মধ্যে পাস করেছে ৮ হাজার ১১২ জন। পাসের হার ৭৬ দশমিক ২৮ ভাগ।

২৩৮টি স্কুলের শতভাগ পাস:
পাসের হারের ভিত্তিতে বরিশাল শিক্ষা বোর্ডে প্রথম স্থানে রয়েছে পটুয়াখালী জেলা শিক্ষা প্রতিষ্ঠিন। ঐ জেলার ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া সকল শিক্ষার্থী পাস করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে বরগুনা জেলা। সেখানকার ৩১টি স্কুলের সব শিক্ষার্থী এবং তৃতীয় স্থানে রয়েছে বরিশাল জেলা। এ জেলার ৩৫টি স্কুলের সকল শিক্ষার্থী পাস করেছে। এরপরের অবস্থানে রয়েছে পিরোজপুর জেলা। সেখানকার ২২টি স্কুলের, ভোলার ৬৬টি স্কুলের এবং ঝালকাঠীর ৩০টি স্কুল থেকে অংশ নেওয়া সকল শিক্ষার্থী পাস করেছে।

১৬ স্কুলের পাস করেনি একজনও:
বরিশাল শিা বোর্ডের অধীন জেএসসি পরীক্ষায় ১৬টি স্কুলের ৮৭ শিক্ষার্থীর একজনও পাস করেনি। স্কুলগুলো হলো- বরগুনার কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় (পরীক্ষার্থী ১৯ জন) , বরগুনার বেতাগী ফুলতলা নুরুন্নেছা জুনিয়র বালিকা বিদ্যালয় (পরীক্ষার্থী ১০ জন), বেতাগীর রানীপুর খোন্তকাটা দারুসুন্নাত জুনিয়র স্কুল (পরীক্ষার্থী ১ জন), বাকেরগঞ্জের দিনজার হাট ইউনাইটেড জুনিয়র হাইস্কুল (পরীক্ষার্থী ৩ জন), বরিশাল নাইট মাধ্যমিক বিদ্যালয় (পরীক্ষার্থী ৭ জন), মূলাদীর সৈয়দ শাহাজাদী বেগম মাদ্যমিক বিদ্যালয় (পরীক্ষার্থী ২ জন), উজিরপুরের মুন্ডপাশা আনোয়ার বেগম বালিকা বিদ্যালয় (পরীক্ষার্থী ৬ জন), ভোলার বোরহানউদ্দিনের চাচরা জুনিয়র বালিকা বিদ্যালয় (পরীক্ষার্থী ৬ জন), ভোলার তজুমুদ্দিন একাডেমী (পরীক্ষার্থী ২ জন), ঝালকাঠীর নবগ্রাম রোড আলী জুনিয়র বালিকা বিদ্যালয় (পরীক্ষার্থী ৬ জন), ঝালকাঠীর মাথবাড়ি জেআর বালিকা বিদ্যালয় (পরীক্ষার্থী ৮ জন), পটুয়াখালীর টিটকাট জেআর বালিকা বিদ্যালয় (পরীক্ষার্থী ২ জন), পিরোজপুরের শর্শিনা আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয় (পরীক্ষার্থী ২ জন), বরিশালের হিজলার আব্দুস সত্তার তালুকদার মেমোরিয়াল জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় (পরীক্ষার্থী ৬ জন) এবং ঝালকাঠীর নলছিটির গোহালকাঠী জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় (পরীক্ষার্থী ৫ জন)।

বাংলাদেশ সময়: ১৬৫০ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

বিষাক্ত তরল পানে ৩ মৃত্যুর ঘটনায় আটক ২
সড়ক অপসারণ ইউএনওর নেতৃত্বে
গাজীপুরে ডায়রিয়ার প্রকোপ, একজনের মৃত্যু 
এআরএফের সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক মাকসুদুল হাসান
বড় জয়ে মুশফিকদের শুভ সূচনা 


আত্মহত্যা করতে চেয়েছিলেন নেহা কাক্কর
দেশের অষ্টম শক্তিশালী ব্র্যান্ড স্বপ্ন
এবার শুরু হবে এক দফার আন্দোলন: মিনু
পরীক্ষামূলক চালু হলো ঢাকা-সিকিম বাস সার্ভিস
টেকনাফে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই-শাশুড়ি খুন