php glass

নড়াইল-যশোর সড়কে তৃতীয় দিনের মত বাস ধর্মঘট চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

সড়ক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার তৃতীয় দিনের মত নড়াইল-যশোর সড়কে বাস ধর্মঘট চলছে। যশোর শ্রমিক ইউনিয়নের আহবানে সাধারণ শ্রমিকরা এ ধর্মঘট শুরু করেন গত মঙ্গলবার থেকে।

নড়াইল: সড়ক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার তৃতীয় দিনের মত নড়াইল-যশোর সড়কে বাস ধর্মঘট চলছে। যশোর শ্রমিক ইউনিয়নের আহবানে সাধারণ শ্রমিকরা এ ধর্মঘট শুরু করেন গত মঙ্গলবার থেকে।

টানা ৩দিনের ধর্মঘটে এ রুটে চলচলকারী যাত্রী সাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ নড়াইল ও যশোরের পরিবহন শ্রমিক সংগঠনগুলো নড়াইল-যশোর সড়ক সংস্কারের দাবি করে আসছে। কিন্তু কর্তৃপ এ ব্যাপারে কোনও উদ্যোগ না নেওয়ায় শ্রমিকরা অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয়।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল, ইজিবাইক, নছিমন-করিমনে অতিরিক্ত ভাড়া দিয়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে।
 
বাস চালক শাহীন রহমান বাংলানিউজকে বলেন, ‘সড়কের অবস্থা এতই খারাপ যে বাধ্য হয়েই বাস চালানো বন্ধ রেখেছি।’

এ ব্যাপারে যোগাযোগ করলে নড়াইল বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে এখন পর্যন্তু কোনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বাংলানিউজকে বলেন, ‘জনগণের দুঃখ দুর্দশার বিষয়টি আমরা বুঝি। কিন্তু সড়কের যে বেহাল অবস্থা তাতে গাড়ি চালানোর পরিবেশ নেই।’
 
তিনি জানান, কর্তৃপ সড়ক সংস্কারের ব্যবস্থা করলেই পুনরায় বাস চলাচল শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

গুচ্ছ কবিতা ।। সৌমনা দাশগুপ্ত
ধামরাইয়ে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সরকার আবার আগুন নিয়ে খেলা শুরু করেছে: রিজভী
জনসনের জয়ে ট্রাম্পের নজর বাণিজ্যে!
একাত্তরে চট্টগ্রামজুড়ে গণহত্যা


ইয়োগা অনুশীলনের আগের সতর্কতা
চলে গেলেন অভিনেতা-চিত্রনাট্যকার গোলাপুডি মারুতি রাও
পাটকল শ্রমিকের জানাজা সম্পন্ন, উত্তপ্ত খুলনার শিল্পাঞ্চল
আসামির সেলফিকাণ্ড, ঘটনা তদন্তে ডিবি
৪০ বছরের অভিজ্ঞতায় এত ভয়াবহ বার্ন দেখিনি: সামন্ত লাল