ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের অদুরে ভাকুর্তা ব্রীজের নীচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের(২৫) মাথাবিহীন লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
ঢাকা: ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের অদুরে ভাকুর্তা ব্রীজের নীচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের(২৫) মাথাবিহীন লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে থানার উপ-পরিদর্শক এসআই মাসুদের নেতৃত্বে একটি দল লাশটি উদ্ধার করে।
এসআই মাসুদ জানান, লাশটি রশি দিয়ে বাধা ছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পার্।ে নিহত এ যুবকের পরনে শীতবস্ত্র ও লুঙ্গি ছিল।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, ঘাতকদের শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০