বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানুয়ারির ২৪ তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছেন। জনসংযোগ ও প্রকাশনা বিভাগ উপ-পরিচালক এসএম আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় আমেরিকান সেন্টারের দুই সদস্যের এক প্রতিনিধিদল খুলনা বিশ্ববিদ্যালয়ের...
খুলনা : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানুয়ারির ২৪ তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছেন।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগ উপ-পরিচালক এসএম আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় আমেরিকান সেন্টারের দুই সদস্যের এক প্রতিনিধিদল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহের সঙ্গে সাত করে সম্ভাব্য এ সফরের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের আগ্রহের কথা ব্যক্ত করেন।
খুলনা বিশ্ববিদ্যালয় সফরের সময় তিনি ভাইস চ্যান্সেলরের সঙ্গে উচ্চ শিা ও গবেষণার বিষয় নিয়ে আলোচনা করবেন। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এছাড়া তিনি ইউএসডিএর অর্থায়নে তৈরি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারও পরিদর্শন করতে পারেন। আমেরিকান সেন্টারের প্রতিনিধিদল তার এই সম্ভাব্য সফর ছাড়াও আমেরিকার উচ্চশিা ও গবেষণা েেত্র অভিজ্ঞতা বিনিময়, ভিসা প্রাপ্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে কাউন্সিলিং করবেন।
এ সময় আমেরিকান সেন্টারের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার ও প্রোগ্রাম ডেভলপমেন্ট অ্যাডভাইজার সাবরিন এস রহমান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. গাজী আবদুলাহেল বাকি ও ছাত্রবিষয়ক পরিচালক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০