php glass

হাইকোর্টের রায়: ফতোয়া অবৈধ ও বেআইনি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তিকে অবৈধ ও আইন বহির্ভূত বলে ঘোষণা করেছে হাইর্কোট।

ঢাকা: ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তিকে অবৈধ ও আইন বহির্ভূত বলে ঘোষণা করেছে হাইর্কোট।

এ ধরনের শাস্তি ঘোষণাকারীকে অপরাধী হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে দন্ডবিধিসহ প্রচলিত অন্যান্য আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার পাঁচটি মানবাধিকার সংগঠনের দায়ের করা রিটের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের একটি বেঞ্চ এই রায় দেন।

ফতোয়ার নামে যে কোনো ধরনের শাস্তিকে আদালত দেশের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক বলেও মত দেন। পাশাপাশি এ ধরনের শাস্তি যারা ঘোষণা করবেন তারাসহ যারা এ প্রক্রিয়ার সঙ্গে  যুক্ত বা সম্পৃক্ত তারাও এই অপরাধের সহযোগী হিসেবে একই ধরনের শাস্তি পাবে বলে রায়ে বলা হয়।

ফতোয়া নিয়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, ব্র্যাক, নারীপক্ষ ও নিজেরা করি এই পাঁচটি সংগঠন হাইকোর্টে রিট দায়ের করে। বাদিপক্ষে ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার মাহমুদ শফিক শুনানিতে অংশ  নেন।

বাংলাদেশ সময় ২০২৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১০

উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১
ইনডোর এশিয়া কাপ হকিতে বাংলাদেশের বড় পরাজয়
বাংলাদেশে পুরুষদের জন্য এলো রোমানোর বডি-স্প্রে 
মেহেরপুরে বাস ধর্মঘট প্রত্যাহার
বায়েজিদে শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী মানববন্ধন


১৭ পদে নিয়োগ দেবে জিটিসিএল
আড়াইহাজারে শ্বশুরবাড়ি থেকে জামাতার মরদেহ উদ্ধার
আনু মুহাম্মদের হুমকিদাতাকে গ্রেফতার দাবি
অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের ফের বিক্ষোভ
পল্লীনিবাসেই এরশাদকে দাফনের সিদ্ধান্ত, জানালেন কাদের