রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় ৪৫৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটি।
ঢাকা: রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় ৪৫৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটি।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০তম সভা শেষে কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘সভায় মোট ৭১৫টি মামলা উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে ৪৫৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এছাড়া ১১৬টি নাকচ এবং ১৪২টি পরের বৈঠকে উপস্থাপনের জন্য ফেরত পাঠানো হয়েছে।’
উত্থাপিত মামলার মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চারটি মামলা রয়েছে।
কামরুল ইসলাম বলেন, ‘এর একটি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।’
প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত জেলা পর্যায় থেকে মোট ৮ হাজার ৮৬৩টি মামলা মন্ত্রণালয়ে এসেছে। এর মধ্যে কমিটি ৬ হাজার ৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
২০০৯ সালের ১২ জুলাই মামলা প্রত্যাহারের আবেদন করার শেষ সময়সীমা ছিল।
মঙ্গলবার যেসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কক্সবাজারের সরকারদলীয় সাংসদ আব্দুর রহমানের দুটি মামলা।
১৯তম বৈঠকে ৪১১টি মামলা প্রত্যাহারের সুপারিশ, ৯০টি আবেদন নাকচ ও ২৬০টি আবেদন পরের বৈঠকে উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০১০