ভিকারুন নিসা স্কুল অ্যান্ড কলেজের (বসুন্ধরা শাখা) ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী ফারহানা রহমানের শিক্ষার ব্যয়ভার গ্রহণ করেছে বসুন্ধরা ফাউন্ডেশন।
ঢাকা: ভিকারুন নিসা স্কুল অ্যান্ড কলেজের (বসুন্ধরা শাখা) ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী ফারহানা রহমানের শিক্ষার ব্যয়ভার গ্রহণ করেছে বসুন্ধরা ফাউন্ডেশন। শিক্ষাব্যয় বাবদ তাকে মাসে তিন হাজার টাকার শিক্ষা-অনুদান দেওয়া হবে। এর বাইরে ফারহানাকে এরই মধ্যে একটি ল্যাপটপ কম্পিউটার উপহার দিয়েছে ফাউন্ডেশন।
বসুন্ধরা ফাউন্ডেশনের পক্ষে বসুন্ধরা শিল্পগোষ্ঠীর পরিচালক ইয়াশা সোবহান সোমবার ফারহানার হাতে অনুদানের টাকা ও ল্যাপটপ কম্পিউটার তুলে দেন। এসময় বসুন্ধরা শিল্পগোষ্ঠীর অপর পরিচালক সাবরিনা সোবহান উপস্থিত ছিলেন।
আর্থিক অসচ্ছলতার কারণে ফারহানার পরিবারের পক্ষে তার পড়ালেখার খরচ চালানো সম্ভব না হওয়ায় তারা বসুন্ধরা শিল্পগোষ্ঠীর শরণাপন্ন হন। তাই দরিদ্র ওই মেধাবী ছাত্রীর পড়াশুনার ব্যয়ভার গ্রহণ করে বসুন্ধরা ফাউন্ডেশন।
বসুন্ধরা শিল্পগোষ্ঠীর একটি অলাভজনক সেবামূলক অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা ফাউন্ডেশন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যার্থে এ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
ফারহানার মতো অসচ্ছল অসংখ্য শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করার জন্য বসুন্ধরা ফাউন্ডেশন এমন অর্থসহায়তা দিয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘন্টা, জুলাই ০৬, ২০১০