php glass

কুয়াকাটায় ৪০ ট্রলারে ডাকাতি: নিহত ১, অপহৃত ৫০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

জেলার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ৪০ ট্রলারে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতের গুলিতে এক জেলে নিহত ও অপর একজন আহত হয়েছেন।

পটুয়াখালী: জেলার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ৪০ ট্রলারে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতের গুলিতে এক জেলে নিহত ও অপর একজন আহত হয়েছেন। এছাড়া ৫০ জেলেকে অপহরণ করেছে ডাকাতরা।

গতকাল সোমবার কুয়াকাটা থেকে প্রায় একশ’ কিলোমিটার দক্ষিনে ডাকাতের কবলে পড়েন জেলেরা।

ডাকাতদের কবল থেকে ফিরে আসা জেলে জহিরুল জানান, অনুকূল আবহাওয়া থাকায় মহিপুর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারে ডাকাতরা এলোপাতাড়ি গুলি চালায়। তারা গুলিবিদ্ধ ফারুক (৩০)কে সাগরে ফেলে দিলে সেখানেই তিনি মারা যান। মারাত্মকভাবে আহত হন কালু (৩০)। তাকে মহিপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ডাকতরা মুক্তিপণের দাবিতে ৪০টি ট্রলার থেকে কমপক্ষে ৫০ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গভীরে নিয়ে গেছে বলে তিনি জানান। একই তথ্য দেয় কুয়াকাটার মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতি।

আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা মৃধা জানান, ঘটনার পর থেকে অপহৃত জেলেদের স্বজনরা মহিপুরে এসে ভিড় করছেন। র‌্যাবকে বিষয়টি জানানো হয়েছে এবং র‌্যাবের একটি দল ঘটনার তথ্য সংগ্রহের জন্য মহিপুরে অবস্থান করছেন।

এ বিষয়ে র‌্যাব ৮-এর পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মেজর কাজী শমসের উদ্দিন সাংবাদিকদের জানান, অপহৃতদের উদ্ধার ও ডাকাতদলকে ধরার চেষ্টা অব্যাহত আছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১০

চট্টগ্রামের এক মামলায় শামসুজ্জামান দুদুর জামিন
জাতীয় দলে ভালো খেলতে ‘স্বাধীনতা’ প্রয়োজন: ইমরুল
বিটিসিএলের সব স্কুলের প্রাথমিক শাখা হবে ডিজিটাল
আমদানি-রপ্তানির মাধ্যমে অর্থ পাচার হয় ৮০ শতাংশ
‘ফেনী নদী থেকে পানি তুললে বাংলাদেশ অংশে ক্ষতি হবে না’


‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র চেয়েও জনপ্রিয় ‘কবির সিং’!
আসাম-ত্রিপুরায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
আশুগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
রশিদ খানের জায়গায় আবারও আসগর
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি উৎসব শুরু ১৭ ডিসেম্বর