শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের জের ধরে ডাকা শরীয়তপুরের অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শরীয়তপুর: শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের জের ধরে ডাকা শরীয়তপুরের অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
গত শনিবার বাসের ভাড়া দেওয়াকে কেন্দ্র করে শরীয়তপুর সরকারি কলেজের ছাত্র ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্র, পুলিশ ও শ্রমিকসহ কমপক্ষে ৬০ জন আহত হয়। ওই ঘটনার পর পরই জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন জেলার অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয়।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
জেলা প্রশাসকের সম্মেলন কে জেলা প্রশাসন, বাস মালিক সমিতি, বাস শ্রমিক ইউনিয়নের নেতা, ছাত্র প্রতিনিধি ও শরীয়তপুর সরকারি কলেজ কর্তৃপ আলোচনায় অংশ নেয়।
দুই ঘণ্টা আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের পাশাপাশি প্রতিটি কলেজের সামনে পাঁচ মিনিট করে বাস থামানোর সিদ্ধান্তহয়।
জেলা প্রশাসক সানোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট এ কে এম শহিদুর রহমান, শরীয়তপুর সরকারি কলেজের অধ্য মো. আলী হোসেন ও জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এলিম পাহাড়।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০