php glass

সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

সিরিজ বোমা হামলায় তৎকালীন চারদলীয় জোট সরকারের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

ঢাকা: সিরিজ বোমা হামলায় তৎকালীন চারদলীয় জোট সরকারের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত প্রথম স্টাফ কোর্স ও প্রশাসনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া এতো সুসংহত বোমা হামলা সম্ভব নয়। যারা এই হামলার সঙ্গে জড়িত ছিলো তদন্ত করে তাদের খুঁজে বের করা হবে।’

মঙ্গলবার ছিল ২০০৫ সালের ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার ৫ বছর পূর্তি।

তিনি আরও বলেন, ‘আমরা জঙ্গিবাদকে উৎখাত করতে চাই। বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। আশা করি ভবিষ্যতে দেশে এ ধরনের হামলার ঘটনা আর ঘটবে না।’

জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সেদিন মুন্সীগঞ্জ ছাড়া দেশের ৬৩ জেলায় সকাল ১১ থেকে সাড়ে ১১টার মধ্যে একযোগে ওই বোমা হামলা চালায়।  হামলার পরপরই ঘটনাস্থলগুলোতে পাওয়া যায় জেএমবির প্রচারপত্র।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

২ বছরের মধ্যে ডিএনসিসির সব সুবিধা মিলবে অনলাইনে: আতিক
গণপরিবহনে যৌন হয়রানি বন্ধ চান সুজন
১৪২টি পদক নিয়ে ১৩তম আসর শেষ করল বাংলাদেশ
আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘উড়ে যাওয়া পাখির চোখ’
মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেত্রী নিহত


‘শান্তির দূত’ থেকে যেভাবে গণহত্যার কাঠগড়ায় সু চি 
টিকফা বৈঠক পিছিয়ে মার্চে
ব্যাট হাতে দাপট দেখিয়েছেন যারা
পেশীশক্তি নয়, আদর্শের রাজনীতি করুন: নওফেল
শিবচরে ইউএনও-চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর, আটক ২৫