php glass

খাগড়াছড়িতে ইউপি সদস্য অপহৃত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

খাগড়াছড়ির লক্ষীছড়ি থানার বর্মাছড়ি থেকে মঙ্গলবার রাতে এক ইউপি সদস্য অপহৃত হয়েছন।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির লক্ষীছড়ি থানার বর্মাছড়ি থেকে মঙ্গলবার রাতে এক ইউপি সদস্য অপহৃত হয়েছন।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে লক্ষীছড়ি থানার ৩নং বর্মাছড়ি ইউপি সদস্য চাইঠো প্রু চৌধুরীকে তার নিজ গ্রাম বর্মাছড়ি থেকে অপহরণ করে অজ্ঞাত দুস্কৃতিরা।

এ ব্যাপারে লীছড়ি থানার ওসি রেজাউল আলম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘ধারণা করা হচ্ছে তাকে ইউপিডিএফ সদস্যরা অপহরণ করেছে। অপহৃত চাইঠো প্রু চৌধুরী স্থানীয়ভাবে জেএসএস সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।’

এ ব্যাপারে ইউপিডিএফের তথ্য ও প্রচার সম্পাদক নিরন চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘আমরা এ ধরনের কিছু ঘটাইনি। এটা জেএসএস নিজেই করে থাকতে পারে। এছাড়া সেনাবাহিনীও এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’

থানা সূত্র জানায়, মঙ্গলবার রাতের ঘটনা হলেও পুলিশ তা জানতে পেরেছে বুধবার সকাল দশটায়। এর কারণ হিসেবে সূত্র জানায়, লক্ষীছড়ি থানা থেকে ঘটনাস্থল ২০ মাইল দূরে এবং অপহৃতের পরিবার থেকে এখনও থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি।

তবে চাইঠো প্রুকে উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে এরই মধ্যে তৎপরতা শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১০


সড়ক অপসারণ ইউএনওর নেতৃত্বে
গাজীপুরে ডায়রিয়ার প্রকোপ, একজনের মৃত্যু 
এআরএফের সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক মাকসুদুল হাসান
বড় জয়ে মুশফিকদের শুভ সূচনা 
আত্মহত্যা করতে চেয়েছিলেন নেহা কাক্কর


দেশের অষ্টম শক্তিশালী ব্র্যান্ড স্বপ্ন
এবার শুরু হবে এক দফার আন্দোলন: মিনু
পরীক্ষামূলক চালু হলো ঢাকা-সিকিম বাস সার্ভিস
টেকনাফে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই-শাশুড়ি খুন
ময়মনসিংহে ককটেল বিস্ফোরণে আহত ১০