php glass

সাতক্ষীরা সীমান্তে নারী-শিশুসহ আটক ১৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ৭ নারী ও ৫ শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিডিআর। এ কাজে সহযোগিতা করায় হাসানুজ্জামান নামে এক দালালকেও আটক করা হয়।

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ৭ নারী ও ৫ শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিডিআর। এ কাজে সহযোগিতা করায় হাসানুজ্জামান নামে এক দালালকেও আটক করা হয়।

সীমান্তে গাজীপুর বিডিআর ক্যাম্পের ইনচার্জ হাবিলদার জামাল জানান, হাবিলদার হায়দারের নেতৃত্বে বিডিআরের টহল দল রোববার রাত আড়াইটায় অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের আটক করে।

আটককৃত হলো- আবদুস সবুর (২৫), সালমা বেগম (১৮) ও তার মেয়ে সালেহা (৪), আলেয়া খাতুন (৪০) ও তার ছেলে ইসমাইল (৭), আবু মুসা (৩০), রেশমা বেগম, তার দুই ছেলে ইসলাম গাজী (১১) ও আল আমিন (৬), লিয়াকত (৪০), তোফাজ্জেল (২৮), বাবু মোড়ল (২৫), সালমা খাতুন (২১) ও তার ছেলে নাইম (৪), খাদিজা খাতুন (১৮), আলেয়া বেগম (৪৫) এবং কদবানু বিবি। এদের মধ্যে শেষ দুজনের বাড়ি খুলনার কয়ড়ায়। বাকিরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

জানা গেছে, এদের কেউ কেউ আত্মীয়স্বজনের বাড়ি, কেউ কাজের খোঁজে আবার কেউ কেউ চিকিৎসার উদ্দেশ্যে ভারত যাচ্ছিল।

সীমান্ত পার হতে সহযোগিতাকারী হাসানুজ্জামানের (২৫) বাড়ি সদর উপজেলার মাহমুদপুরে। তার পিতার নাম আবদুল করিম।

সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সদর থানয় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ৫, ২০১০

বিপিএলের পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন মুশফিক
উল্লাপাড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু
মাদককে দেশ ছাড়া করবো: আইজিপি
চট্টগ্রামের এক মামলায় শামসুজ্জামান দুদুর জামিন
জাতীয় দলে ভালো খেলতে ‘স্বাধীনতা’ প্রয়োজন: ইমরুল


বিটিসিএলের সব স্কুলের প্রাথমিক শাখা হবে ডিজিটাল
আমদানি-রপ্তানির মাধ্যমে অর্থ পাচার হয় ৮০ শতাংশ
‘ফেনী নদী থেকে পানি তুললে বাংলাদেশ অংশে ক্ষতি হবে না’
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র চেয়েও জনপ্রিয় ‘কবির সিং’!
আসাম-ত্রিপুরায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ