হালকা সাজ
রমজানের মাঝামাঝিতে এসে প্রতিদিনই ইফতারের দাওয়াত থাকে। যার অনেকগুলোতে যাওয়াও হয়। যদিও ইফতারে তারপরও খুব স্নিগ্ধ একটা হালকা সাজ প্রয়োজন হয়।
ইফতার সাজের পুরো ধাপগুলো আপনাদের জন্য দেখিয়েছেন ‘ব্যাটল উইথ ব্রাশ' চ্যাম্পিয়ন নিশা হাই।
নিশা বলেন, প্রথমেই ফেসওয়াশ বা ওয়েট টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এবার শুষ্ক ত্বক হলে হালকা করে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতে পারেন।
এবার নিজেই মেকআপ করে কীভাবে খুব দ্রুত সুন্দর লুক পাওয়া যায়, দেখে নিন: