php glass

স্মৃতিভ্রষ্ট হুমায়ূন ফরীদি!

14 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

হুমায়ূন ফরীদি অদ্ভুত এক সমস্যায় পড়েছেন। তার জীবনের সবকিছু ওলট-পালট হয়ে গেছে হঠাৎ করেই। এক রাতে ঘুম ভাঙার পর হুমায়ূন ফরীদি আবিষ্কার করেন, তার কোনো স্মৃতি নেই। সব স্মৃতি মুছে গেছে।

হুমায়ূন ফরীদি অদ্ভুত এক সমস্যায় পড়েছেন। তার জীবনের সবকিছু ওলট-পালট হয়ে গেছে হঠাৎ করেই। এক রাতে ঘুম ভাঙার পর হুমায়ূন ফরীদি আবিষ্কার করেন, তার কোনো স্মৃতি নেই। সব স্মৃতি মুছে গেছে। শুধু যে অন্যদেরই চিনতে পারছেন না তা নয়, নিজেকেও চিনতে পারছেন না। এমন কি নিজের নামও তিনি মনে করতে পারছেন না! যাকে বলে পুরোপুরি ব্ল্যাকআউট বা স্মৃতিভ্রষ্ট।

চিকিৎসার জন্য হুমায়ূন ফরীদি নিউরোসাইকোলজিস্টের শরণাপন্ন হলেন। চিকিৎসক নানারকম ডায়াগনসিস করেও কোনোরকম দুর্ঘটনা ছাড়া ফরীদির এই স্মৃতিভ্রষ্টতার কারণ খুঁজে পেলেন না। তবে ফরীদিকে আশ্বস্ত করে তিনি বলেন, রোগটার নাম অ্যামিনেশিয়া। এ রকম রোগ বিরল নয়। চিকিৎসকের পরামর্শ মেনে চললে খুব শিগগিরই তার সব স্মৃতি ফিরে আসতে শুরু করবে। তবে এর জন্য সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে।

হুমায়ূন ফরীদির স্মৃতি ফিরে আসতে শুরু করে। কিন্তু অবাক হয়ে তিনি লক্ষ করেন, যেসব স্মৃতি ফিরছে, সেগুলো তার নয়। অন্য একটি লোকের স্মৃতি ফিরে আসছে তার মধ্যে। অর্থাৎ তিনি আসলে ধীরে ধীরে অন্য একটি লোকে পরিণত হচ্ছেন।

ধারাবাহিক নাটক ‘মেটামরফসিস’-এ এভাবেই হুমায়ূন ফরীদিকে দেখা যাবে । শিবব্রত বর্মনের রচনা ও দীপংকর দীপনের পরিচালনায় ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে দেশ টিভিতে ১০ অক্টোবর থেকে প্রতি রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে। এতে আরো অভিনয় করেছেন ফারহানা মিঠু, অপূর্ব, রুনা খান,  আরমান পারভেজ মুরাদ, শামসুল আলম বকুল, গোলাম ফরিদা ছন্দা, আল মামুন, পরেশ আচার্য, সুসমা সরকার, দীপান্বিতা হালদার, মাহবুবা রেজানুর প্রমূখ।
 
বাংলাদেশ স্থানীয় সময় ১৫৪০, অক্টোবর ০৬, ২০১০

আগরতলায় বন সংরক্ষণ বিষয়ক ৩ দিনের কর্মশালা
সেই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করেছিলেন হাফেজ মুজিবুল
বানিয়াচংয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বাঘারপাড়ায় ৬৭১ বস্তা সরকারি চাল জব্দ
বগুড়া-সৈয়দপুর গ্যাস সরবরাহে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু


নারায়ণগঞ্জে ইটভাটার বিদ্যুৎ লাইনে জড়িয়ে শিশুর মৃত্যু
সিলেটে সেরা করদাতার সম্মাননা পাচ্ছেন ৩৫ জন
র‌্যাবের অভিযানে ৭ মাদকবিক্রেতা আটক
আগে নিজেদের আইন মানতে হবে
উৎসবমুখর পরিবেশে হবে মহানগর আ’লীগের সম্মেলন