php glass

বাংলাদেশের ৩ নাট্যদলের ৫ নাটক

12 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

প্রতিবারের মতো এবারও কলকাতার অনীক নাট্যদল আয়োজন করছে গঙ্গা-যমুনা নাট্য উৎসব। ভারতের বিভিন্ন খ্যাতিমান নাট্যদলের নাটকের পাশাপাশি উৎসবের অন্যতম আকর্ষণ বাংলাদেশের নাটক। ২৪ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হওয়া এ উৎসবে বাংলাদেশের  তিনটি নাট্যদল মঞ্চস্থ করবে পাঁচটি নাটক। আট দিনব্যাপী এ  উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিবারের মতো এবারও কলকাতার অনীক নাট্যদল আয়োজন করছে গঙ্গা-যমুনা নাট্য উৎসব। ভারতের বিভিন্ন খ্যাতিমান নাট্যদলের নাটকের পাশাপাশি উৎসবের অন্যতম আকর্ষণ বাংলাদেশের নাটক। ২৪ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হওয়া এ উৎসবে বাংলাদেশের  তিনটি নাট্যদল মঞ্চস্থ করবে পাঁচটি নাটক। আট দিনব্যাপী এ  উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ থেকে এবার উৎসবে যোগ দিচ্ছে নাগরিক নাট্যাঙ্গন, মহাকাল নাট্যসম্প্রদায় ও সময় নাট্যদল।

উৎসবে সময় নাট্যদল ২৭ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার একাডেমি মিলনায়তনে প্রদর্শন করবে নাটক ‘শেষ সংলাপ’।  একই দল ২৯ ডিসেম্বর শরৎসদন মিলনায়তনে পরিবেশন করবে নাটক ‘ভাগের মানুষ’।

মহাকাল নাট্যসম্প্রদায় ২৫ ডিসেম্বর মিনার্ভা থিয়েটার হলে মঞ্চস্থ করবে নাটক ‘শিখন্ডীকথা’। এ নাটকেরই আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর শরৎসদন মিলনায়তনে।

নাগরিক নাট্যাঙ্গন দুটি নাটকের তিনটি প্রদর্শনী করবে। ‘প্রাগৈতিহাসিক’ নাটকের প্রথম প্রদর্শনী হবে ২৮ ডিসেম্বর মিনার্ভা থিয়েটার হলে ও দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর শরৎসদন মিলনায়তনে। ২৯ ডিসেম্বর একাডেমি অব ফাইন আর্টস মিলনায়তনে নাগরিক নাট্যাঙ্গন মঞ্চস্থ করবে নাটক ‘সেইসব দিনগুলো’।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫২০, ডিসেম্বর ২১, ২০১০

পরামর্শক ব্যয়ে পেছালো হাইস্পিড ট্রেন লাইনের সমীক্ষা
স্পেনের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন এনরিকে
শিক্ষাঙ্গনেও খেলতে পারছে না কোমলমতি শিশুরা!
সৌরভকে পাওয়ার খবর জানায় অটোরাইসমিলের ম্যানেজার
ছোটপর্দায় আজকের খেলা


কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
কদমতলীতে ছুরিকাঘাতে কিশোর নিহত
পাহাড়ের রসালো আনারসে কৃষকের হাসি
নিখোঁজ থাকার ১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে উদ্ধার
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত